ঢাকা ০১:১৮ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএল শুরু নিয়ে শঙ্কা, বিপদে কলকাতা

সপ্তাহ খানেকের বিরতির পর আবারো আজ থেকে পুনরায় শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আজ শনিবার একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

এই ম্যাচটি বেঙ্গালুরুর ঘরের মাঠে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। আজ সকালে বৃষ্টি না হলেও আকাশে কালো মেঘ রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা এই ম্যাচের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। সময় যত বাড়বে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। রাত ৯টায় সেটা বেড়ে ৭১ শতাংশ হবে। রাত ১০টার পর বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সময় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর আরও কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী রাত ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ।

তাই পুরো ৪০ ওভার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। এমনকি খেলা বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে! নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচে ফলাফল আসবে না।

এই ম্যাচে যদি ফলাফল না আসে, তাহলে কপাল পুড়বে কলকাতার। প্লে-অফের দৌড়ে থাকতে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাকি দুটি ম্যাচই জিততে হবে। ফলে বৃষ্টির এই শঙ্কা বিপদ বাড়িয়েছে কেকেআর শিবিরে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। শেষ দুটি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট হবে তাদের। কিন্তু আজকের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ১ পয়েন্ট পাবে কলকাতা। তাতে সর্বোচ্চ ১৪ পয়েন্টে হবে তাদের।

ইতোমধ্যেই গুজরাট (১৬), বেঙ্গালুরু (১৬) ও পাঞ্জাবের (১৫) ১৪ পয়েন্টের বেশি হয়ে গেছে। মুম্বাই (১৪) এবং দিল্লির (১৩) পয়েন্ট করে আছে। এই দুই দলের মধ্যকার একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে যারা জিতবে তারা ১৪ পয়েন্টের বেশি পেয়ে যাবে। এমনকি সেই ম্যাচ যদি না-ও হয়, তাহলেও মুম্বইয়ের পয়েন্ট ১৫ হয়ে যাবে। ফলে আজ জিততে না পারলে বিদায় নিতে হবে কলকাতাকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইপিএল শুরু নিয়ে শঙ্কা, বিপদে কলকাতা

আপডেট সময় : ০৬:৪৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫

সপ্তাহ খানেকের বিরতির পর আবারো আজ থেকে পুনরায় শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। আজ শনিবার একমাত্র ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হওয়ার কথা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর।

এই ম্যাচটি বেঙ্গালুরুর ঘরের মাঠে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হওয়ার কথা রয়েছে। একই সময়ে বেঙ্গালুরুতে বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। তাই ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বেশ কিছু দিন ধরেই বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। আজ সকালে বৃষ্টি না হলেও আকাশে কালো মেঘ রয়েছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় টস হওয়ার কথা এই ম্যাচের। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা ৪৯ শতাংশ। সময় যত বাড়বে, বৃষ্টির সম্ভাবনা তত বৃদ্ধি পাবে।

রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। রাত ৯টায় সেটা বেড়ে ৭১ শতাংশ হবে। রাত ১০টার পর বৃষ্টির সম্ভাবনা কমবে। সেই সময় ৪০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পর আরও কিছুটা কমবে বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস অনুযায়ী রাত ১১টায় বৃষ্টির সম্ভাবনা ৩৪ শতাংশ।

তাই পুরো ৪০ ওভার খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। এমনকি খেলা বৃষ্টিতে ভেস্তেও যেতে পারে! নিয়ম অনুযায়ী অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচে ফলাফল আসবে না।

এই ম্যাচে যদি ফলাফল না আসে, তাহলে কপাল পুড়বে কলকাতার। প্লে-অফের দৌড়ে থাকতে হলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বাকি দুটি ম্যাচই জিততে হবে। ফলে বৃষ্টির এই শঙ্কা বিপদ বাড়িয়েছে কেকেআর শিবিরে। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতা। শেষ দুটি ম্যাচ জিতলে ১৫ পয়েন্ট হবে তাদের। কিন্তু আজকের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে ১ পয়েন্ট পাবে কলকাতা। তাতে সর্বোচ্চ ১৪ পয়েন্টে হবে তাদের।

ইতোমধ্যেই গুজরাট (১৬), বেঙ্গালুরু (১৬) ও পাঞ্জাবের (১৫) ১৪ পয়েন্টের বেশি হয়ে গেছে। মুম্বাই (১৪) এবং দিল্লির (১৩) পয়েন্ট করে আছে। এই দুই দলের মধ্যকার একটি ম্যাচ বাকি। সেই ম্যাচে যারা জিতবে তারা ১৪ পয়েন্টের বেশি পেয়ে যাবে। এমনকি সেই ম্যাচ যদি না-ও হয়, তাহলেও মুম্বইয়ের পয়েন্ট ১৫ হয়ে যাবে। ফলে আজ জিততে না পারলে বিদায় নিতে হবে কলকাতাকে।