ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নিশাকে প্রত্যাখান ১১ দম্পতির, সন্তান হিসেবে গ্রহণ করেন সানি লিওন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

বলিউডে পা রেখেছেন তাও প্রায় ১৪ বছর পার হয়েছে। তবুও এখনও ‘পর্ন তারকা’র তকমা জীবন থেকে মুছে ফেলতে পারেননি সানি লিওন। তবে সানি শুধুই কি অভিনেত্রী বা পর্ন তারকা? 

না, ব্যক্তিজীবনে বর্তমানে তিনি ৩ সন্তানের মা তিনি। এক মেয়ে নিশা ও দুই ছেলে আশের ও নোয়া। এই তিন জনের মধ্যে দুই যমজ পুত্র আশের ও নোয়া সানি ও ড্যানিয়েলের জীবনে এসেছিল সারোগেসির মাধ্যমে।

অন্যদিকে নিশাকে মহারাষ্ট্রের লাতুর-এর এক অনাথ আশ্রম থেকে দত্তক নেন সানি লিওন। বর্তমানে ৩ সন্তানকে নিয়ে সানি-ড্যানিয়েলের সুখের সংসার।

আজ ১৩ মে সানি লিওনে জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক, তার মাতৃত্বের অন্যরকম গল্পটা-

অনেকেই হয়তো জানেন না নিশাকে সানি ও ড্য়ানিয়েল দত্তক নেওয়ার আগে ১১ জন দম্পতি প্রত্যাখান করেছিলেন। ২০১৭ সালের ২১ জুন আনুষ্ঠানিকভাবে নিশা সিং কৌর ওয়েবারকে দত্তক নেন সানি-ড্যানিয়েল। তখন শিশুকন্যাটির বয়স ছিল ২১ মাস। নিশা নামটিও তাদেরই দেওয়া।

সেসময় চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি এর সিইও লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, তাদের আগে সম্ভাব্য ১১ জন দম্পতি নিশার অভিভাবক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ ছিল শিশুটির গায়ের রং।

তিনি আরও বলেছিলেন, সানি এবং ড্যানিয়েল ওয়েব পোর্টালে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং ২১শে জুন (২০১৭) তাদেরকে নিশাকে দত্তক নেওয়ার কথা বলা হয়। পরদিনই তারা নিশাকে গ্রহণ করেছিলেন।

‘আমরা সম্মান করি যে তারা নিয়ম ভাঙার চেষ্টা করেনি এবং অন্যান্য অভিভাবকদের মতো লাইনে দাঁড়িয়েছিলেন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য’।

সেসময় লাতুরের ওই অনাথ শ্রম জানিয়েছিল, দত্তক নেওয়ার ক্ষেত্রে দম্পতিরা সাধারণত শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবেই দত্তক নেন। আর সেসবের কারণেই বারবার প্রত্যাখানের শিকার হচ্ছিল ছোট্ট নিশা।

তবে সানি এসবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে আপন করে নিয়েছিলেন। আইনিভাবে দত্তক নেওয়ার আগেই নিশাকে ফস্টার কেয়ারে রেখে ছিলেন এই দম্পতি।

ছোট্ট নিশা নাকি সেসময় অপুষ্টিতেও ভুগছিল। তবে এসবকিছু না দেখেই সানি ও ড্যানিয়েন তাকে সন্তান হিসাবে আপন করে নেন। এদিকে নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের মা হন অভিনেত্রী।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিশাকে প্রত্যাখান ১১ দম্পতির, সন্তান হিসেবে গ্রহণ করেন সানি লিওন

আপডেট সময় : ০৩:১৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বলিউডে পা রেখেছেন তাও প্রায় ১৪ বছর পার হয়েছে। তবুও এখনও ‘পর্ন তারকা’র তকমা জীবন থেকে মুছে ফেলতে পারেননি সানি লিওন। তবে সানি শুধুই কি অভিনেত্রী বা পর্ন তারকা? 

না, ব্যক্তিজীবনে বর্তমানে তিনি ৩ সন্তানের মা তিনি। এক মেয়ে নিশা ও দুই ছেলে আশের ও নোয়া। এই তিন জনের মধ্যে দুই যমজ পুত্র আশের ও নোয়া সানি ও ড্যানিয়েলের জীবনে এসেছিল সারোগেসির মাধ্যমে।

অন্যদিকে নিশাকে মহারাষ্ট্রের লাতুর-এর এক অনাথ আশ্রম থেকে দত্তক নেন সানি লিওন। বর্তমানে ৩ সন্তানকে নিয়ে সানি-ড্যানিয়েলের সুখের সংসার।

আজ ১৩ মে সানি লিওনে জন্মদিনে চলুন জেনে নেওয়া যাক, তার মাতৃত্বের অন্যরকম গল্পটা-

অনেকেই হয়তো জানেন না নিশাকে সানি ও ড্য়ানিয়েল দত্তক নেওয়ার আগে ১১ জন দম্পতি প্রত্যাখান করেছিলেন। ২০১৭ সালের ২১ জুন আনুষ্ঠানিকভাবে নিশা সিং কৌর ওয়েবারকে দত্তক নেন সানি-ড্যানিয়েল। তখন শিশুকন্যাটির বয়স ছিল ২১ মাস। নিশা নামটিও তাদেরই দেওয়া।

সেসময় চাইল্ড অ্যাডপশন রিসোর্স এজেন্সি এর সিইও লেফটেন্যান্ট কর্নেল দীপক কুমার সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছিলেন, তাদের আগে সম্ভাব্য ১১ জন দম্পতি নিশার অভিভাবক হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। কারণ ছিল শিশুটির গায়ের রং।

তিনি আরও বলেছিলেন, সানি এবং ড্যানিয়েল ওয়েব পোর্টালে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিলেন এবং ২১শে জুন (২০১৭) তাদেরকে নিশাকে দত্তক নেওয়ার কথা বলা হয়। পরদিনই তারা নিশাকে গ্রহণ করেছিলেন।

‘আমরা সম্মান করি যে তারা নিয়ম ভাঙার চেষ্টা করেনি এবং অন্যান্য অভিভাবকদের মতো লাইনে দাঁড়িয়েছিলেন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য’।

সেসময় লাতুরের ওই অনাথ শ্রম জানিয়েছিল, দত্তক নেওয়ার ক্ষেত্রে দম্পতিরা সাধারণত শিশুদের জাত-পাত, ধর্ম, গায়ের রং, স্বাস্থ্য, ইত্যাদি দেখে তবেই দত্তক নেন। আর সেসবের কারণেই বারবার প্রত্যাখানের শিকার হচ্ছিল ছোট্ট নিশা।

তবে সানি এসবের পরোয়া না করে প্রথম দেখাতেই নিশাকে আপন করে নিয়েছিলেন। আইনিভাবে দত্তক নেওয়ার আগেই নিশাকে ফস্টার কেয়ারে রেখে ছিলেন এই দম্পতি।

ছোট্ট নিশা নাকি সেসময় অপুষ্টিতেও ভুগছিল। তবে এসবকিছু না দেখেই সানি ও ড্যানিয়েন তাকে সন্তান হিসাবে আপন করে নেন। এদিকে নিশাকে দত্তক নেওয়ার পরের বছরই সারোগেসির মাধ্যমে আরও দুই পুত্রসন্তানের মা হন অভিনেত্রী।