ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

২ হাজার ৫৫১ দিন পর অবশেষে ‘জিতল’ চেন্নাই

  • স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসেই সবচেয়ে সফল দল। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ৫ শিরোপা আছে বটে। তবে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে তাদের ঝুলিতে। সাফল্যের বিচারে মুম্বাই থেকে খানিকটা এগিয়ে তো রাখতেই হচ্ছে। কিন্তু সেই চেন্নাইয়েরও আছে নানা বিব্রতকর রেকর্ড। 

প্রতিপক্ষের রান যখন ১৮০ বা এর বেশি, তখন চেন্নাইয়ের জন্য জয় পাওয়া একেবারেই দূরহ কোনো কাজ। শেষ ৬ বছরেই আইপিএলে তারা ১৮০ বেশি রানতাড়া করে জয়ের দেখা পায়নি। গতকাল অবশ্য কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই চক্রটা ভেঙেছে মহেন্দ্র সিং ধোনির দল। কলকাতা ১৭৯ রানে থামার পর ঠিক ঠিক ১৮০ রান করে ম্যাচ জিতেছে চেন্নাই।

সবমিলিয়ে ৬ বছর ১১ মাস ২৫ দিন বা ২ হাজার ৫৫১ দিন পর ১৮০ রান তুলে ম্যাচ জিতল চেন্নাই। শেষবার তারা এত টার্গেট পার করেছিল ২০১৮ সালের ১৩ই মে। সেদিন খেলা হয়েছিল পুনেতে। আর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার বিপক্ষে গতকালের ম্যাচে অবশ্য জয়ের মতো অবস্থানে ছিলোই না চেন্নাই সুপার কিংস। দলীয় ৬০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ডাক মেরে ফিরে যান দুই ওপেনার ডেভন কনওয়ে এবং আয়ুশ মাহাত্রে। আইপিএল ইতিহাসে এর আগে কেবল একবারই চেন্নাই এমন দিন দেখেছিল। সেটা ছিল ২০০৮ সালের মে মাসের ৪ তারিখ।

 

চেন্নাই ইনিংসে দুই ওপেনারের ডাক

পার্থিব প্যাটেল এবং স্টিফেন ফ্লেমিং – প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস (২০০৮)
ডেভন কনওয়ে এবং আয়ুশ মাহাত্রে – প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২০২৫)

সেদিন জয়পুরে রাজস্থানের সোহেল তানভিরের বলে ডাক মেরেছিলেন সিএসকে’র দুই ওপেনার পার্থিব প্যাটেল এবং স্টিভেন ফ্লেমিং। সে হিসেবে ৬ হাজার ২১২ দিন বা ১৭ বছর পর ফের দুই ওপেনারের ডাক দেখেছে চেন্নাই সুপার কিংস।

এরপর চেন্নাই অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। সেখান থেকে দলকে পথ দেখান ডেয়াল্ড ব্রেভিস এবং শিভাম দুবে। ৬৭ রানের জুটি গড়েন দুজন। এরপর দুবে এবং ধোনির জুটি থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত ১৭০ রানে দুবে আউট হলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ধোনি। ৫ উইকেট পতনের পর চেন্নাই এদিন নিয়েছে ১২৩ রান।

এর আগে কখনোই প্রথম ৫ উইকেট পতনের পর এত রান করেনি দলটি। এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ের বিপক্ষে ৫ উইকেট পতনের পর ৯৪ রান নিয়েছিল তারা।

৫ উইকেট পতনের পর চেন্নাইয়ের সবচেয়ে বেশি রান 

১২৩ – প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২০২৫)
৯৪ – প্রতিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৮)
৯৩ – প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২০১৫)
৯৩ – প্রতিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ান্স (২০২০)

এদিকে চেন্নাইয়ের বিপক্ষে এই হারে বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত মিলিয়ে গেছে তাদের। এখনও যদিও গাণিতিক হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফে যাওয়া সম্ভব। তবে সেটা গণিত আর কাগজের হিসেবেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

২ হাজার ৫৫১ দিন পর অবশেষে ‘জিতল’ চেন্নাই

আপডেট সময় : ০১:৪৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

চেন্নাই সুপার কিংস আইপিএল ইতিহাসেই সবচেয়ে সফল দল। মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ৫ শিরোপা আছে বটে। তবে ক্রিকেটের চ্যাম্পিয়ন্স ট্রফিও আছে তাদের ঝুলিতে। সাফল্যের বিচারে মুম্বাই থেকে খানিকটা এগিয়ে তো রাখতেই হচ্ছে। কিন্তু সেই চেন্নাইয়েরও আছে নানা বিব্রতকর রেকর্ড। 

প্রতিপক্ষের রান যখন ১৮০ বা এর বেশি, তখন চেন্নাইয়ের জন্য জয় পাওয়া একেবারেই দূরহ কোনো কাজ। শেষ ৬ বছরেই আইপিএলে তারা ১৮০ বেশি রানতাড়া করে জয়ের দেখা পায়নি। গতকাল অবশ্য কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সেই চক্রটা ভেঙেছে মহেন্দ্র সিং ধোনির দল। কলকাতা ১৭৯ রানে থামার পর ঠিক ঠিক ১৮০ রান করে ম্যাচ জিতেছে চেন্নাই।

সবমিলিয়ে ৬ বছর ১১ মাস ২৫ দিন বা ২ হাজার ৫৫১ দিন পর ১৮০ রান তুলে ম্যাচ জিতল চেন্নাই। শেষবার তারা এত টার্গেট পার করেছিল ২০১৮ সালের ১৩ই মে। সেদিন খেলা হয়েছিল পুনেতে। আর প্রতিপক্ষ ছিল সানরাইজার্স হায়দরাবাদ।

কলকাতার বিপক্ষে গতকালের ম্যাচে অবশ্য জয়ের মতো অবস্থানে ছিলোই না চেন্নাই সুপার কিংস। দলীয় ৬০ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে তারা। ডাক মেরে ফিরে যান দুই ওপেনার ডেভন কনওয়ে এবং আয়ুশ মাহাত্রে। আইপিএল ইতিহাসে এর আগে কেবল একবারই চেন্নাই এমন দিন দেখেছিল। সেটা ছিল ২০০৮ সালের মে মাসের ৪ তারিখ।

 

চেন্নাই ইনিংসে দুই ওপেনারের ডাক

পার্থিব প্যাটেল এবং স্টিফেন ফ্লেমিং – প্রতিপক্ষ: রাজস্থান রয়্যালস (২০০৮)
ডেভন কনওয়ে এবং আয়ুশ মাহাত্রে – প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২০২৫)

সেদিন জয়পুরে রাজস্থানের সোহেল তানভিরের বলে ডাক মেরেছিলেন সিএসকে’র দুই ওপেনার পার্থিব প্যাটেল এবং স্টিভেন ফ্লেমিং। সে হিসেবে ৬ হাজার ২১২ দিন বা ১৭ বছর পর ফের দুই ওপেনারের ডাক দেখেছে চেন্নাই সুপার কিংস।

এরপর চেন্নাই অবশ্য নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে। সেখান থেকে দলকে পথ দেখান ডেয়াল্ড ব্রেভিস এবং শিভাম দুবে। ৬৭ রানের জুটি গড়েন দুজন। এরপর দুবে এবং ধোনির জুটি থেকে আসে ৪৩ রান। শেষ পর্যন্ত ১৭০ রানে দুবে আউট হলেও ম্যাচ জিতিয়েই মাঠ ছাড়েন ধোনি। ৫ উইকেট পতনের পর চেন্নাই এদিন নিয়েছে ১২৩ রান।

এর আগে কখনোই প্রথম ৫ উইকেট পতনের পর এত রান করেনি দলটি। এর আগে ২০১৮ সালে মুম্বাইয়ের বিপক্ষে ৫ উইকেট পতনের পর ৯৪ রান নিয়েছিল তারা।

৫ উইকেট পতনের পর চেন্নাইয়ের সবচেয়ে বেশি রান 

১২৩ – প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২০২৫)
৯৪ – প্রতিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ান্স (২০১৮)
৯৩ – প্রতিপক্ষ: কলকাতা নাইট রাইডার্স (২০১৫)
৯৩ – প্রতিপক্ষ: মুম্বাই ইন্ডিয়ান্স (২০২০)

এদিকে চেন্নাইয়ের বিপক্ষে এই হারে বিপাকে পড়েছে কলকাতা নাইট রাইডার্স। প্লে-অফে যাওয়ার সম্ভাবনা কার্যত মিলিয়ে গেছে তাদের। এখনও যদিও গাণিতিক হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের প্লে-অফে যাওয়া সম্ভব। তবে সেটা গণিত আর কাগজের হিসেবেই সীমাবদ্ধ থাকার সম্ভাবনা বেশি।