ইসরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজা এবং রাফায় ধ্বংসযজ্ঞের প্রতিবাদে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত উপাচার্য এবং অন্যান্য সকল অংশগ্রহণকারীগণ ইতিহাসের ঘৃনিত এই হত্যাকান্ড ও ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধের দাবি করেন।
রবিবার সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা কার্যক্রম (পরীক্ষা এবং ক্লাস সমুহ) বন্ধ রাখা হয়। বিশ্ববাসীর প্রতি বিশেষ করে আরব বিশ্বের সকল দেশকে এই ধরনের মানবিক বিপর্যয়ের সময় ফিলিস্তিনের পাশে দাঁড়াতে আহবান জানানো হয়। বিশ্ববিবেক যেন জাগ্রত হয় সে বিষয়েও জাতিসংঘসহ ওআইসিভুক্ত দেশ, WHO, EU, RED Crescent, সহ সকল মানবাধিকার বিষয়ক সংস্থার সক্রিয় ভুমিকা পালন করার আহবান জানান। সেই সাথে সমগ্র মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে একত্রিত ও সোচ্চার হতে আহবান জানান।