বয়স ৪০ ছুঁলেও মাঠে এখনও সমান দাপটের সাথে খেলছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগে আল-হিলালের বিপক্ষে রিয়াদ ডার্বিতে জোড়া গোল করে নিজের দল আল-নাসরকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়। একই সঙ্গে এক হাজার গোলের মাইলফলকের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলেন এই গোলমেশিন।
৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে আল-হিলালের মাঠে ৩-১ গোলের জয় পেয়েছে আল-নাসর। এই জয়ের মাধ্যমে প্রায় এক বছর আট মাস পর রিয়াদ ডার্বিতে জয়ের স্বাদ পেল রোনালদোর দল।
প্রথমার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ, কিন্তু গোল আসছিল না। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে মিডফিল্ডার আলি আল-হাসানের দূরপাল্লার বাঁকানো শটে এগিয়ে যায় আল-নাসর। বিরতিতে যায় ১-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরুতে সাদিও মানের পাস থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোনালদো। যদিও ৬২তম মিনিটে একটি গোল শোধ দেয় আল-হিলাল, তবে ৮৮তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন রোনালদো, যা নিশ্চিত করে আল-নাসরের জয়।
এই জোড়া গোলে সৌদি প্রো লিগে রোনালদোর মোট গোলসংখ্যা দাঁড়াল ৭০টিতে। তার ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৩১, এক হাজার গোলের মাইলফলক ছুঁতে আর মাত্র ৬৯টি গোল দূরে তিনি।
তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবেন না বলে জানিয়েছেন রোনালদো। ম্যাচ শেষে তিনি বলেন, *“এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগ ও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দলকে সহায়তা করতে আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি।”*
এই জয়ের পরও পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে আল-নাসর। ২৬ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। সমান ম্যাচে তিন পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল-হিলাল এবং ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আল-ইত্তিহাদ।