ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি এখন ব্যস্ত সময় পার করছেন নিজের নতুন জীবন গোছাতে। বিচ্ছেদের পর সন্তানকে নিয়েই যেন তার জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তবে সেই সঙ্গে আবারও নিজেকে নতুন উদ্যমে কাজে ফিরিয়ে এনেছেন এই চিত্রনায়িকা।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব মাহি। নিজের জীবনের নানা মুহূর্ত, ঘোরাঘুরি, আচার-অনুষ্ঠান—সবকিছুই তিনি শেয়ার করছেন ভক্তদের সঙ্গে। এর মাঝেই বৃহস্পতিবার (৪ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন ও ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন তিনি।
মাহি লেখেন, “খুব সুন্দর একটা সংসার গোছাবো ঠিকাছে। কখনো লবণ কম, কখনো বেশি, কখনো ভাত গলে গিয়ে যাউ হতে হতে একদিন খুব মজার রান্না করতে শিখে যাবো তোমার জন্য।”
পোস্টে আরও বলেন, “কফি খেতে খেতে কিংবা গাড়িতে কোনো লং জার্নিতে আমরা অন্য সব বোরিং কাপলগুলোর মতো ফেসবুক স্ক্রলিং করবো না, বরং আমরা তুমুল গল্প করবো, হাসবো, হাসাবো। খুব সুন্দর একটা সংসার গোছাবো আমরা।”
সবশেষে মাহি লেখেন, “সিনেমার নায়ক-নায়িকাদের মতো ভালোবাসা না থাকুক, প্রচণ্ড মায়া যেনো থাকে সেখানে। যে মায়াতে আমার ভেজা চোখ তোমার ভেতরটা দুমড়েমুচড়ে দিবে, যে মায়া আমাদের মৃত্যু অব্দি একসাথে রাখবে।”
এই পোস্ট নিয়ে ইতোমধ্যে ভক্তদের মাঝে কৌতূহল তৈরি হয়েছে—আসলে কি নতুন করে ভালোবাসার গল্প শুরু হচ্ছে মাহির জীবনে?
২০১৬ সালের ২৪ মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহি। তবে কয়েক বছরের মধ্যেই তাদের বিচ্ছেদ ঘটে। ২০২০ সালের মে মাসে ফেসবুকে পোস্ট দিয়ে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি।
পরবর্তীতে ২০২১ সালে রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবকে বিয়ে করেন এই নায়িকা। তাদের ঘরে একটি সন্তানও রয়েছে। তবে সেই সম্পর্কও টিকেনি বেশিদিন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভিডিও বার্তায় রকিবের সঙ্গে বিচ্ছেদের কথা জানান মাহি।
ব্যক্তিজীবনের চ্যালেঞ্জ পেছনে ফেলে মাহি এখন পুরোদমে কাজ শুরু করেছেন। একাধিক নতুন সিনেমার শুটিং এবং অন্যান্য ব্র্যান্ডিং প্রজেক্টে দেখা যাচ্ছে তাকে। পাশাপাশি মাতৃত্বের আনন্দ এবং ব্যক্তিগত সময়টুকু উপভোগ করছেন স্বতঃস্ফূর্তভাবে।
ভক্তরা বলছেন, মাহির এই নতুন যাত্রা হোক সুখী ও স্থায়ী—এমনটাই কামনা তাদের।