স্বামী পরিত্যাক্তাকে বিয়ে করায় মায়ের গালমন্দ শুনে অভিমানে এক দম্পতির আত্মহত্যার অভিযোগ উঠেছে। বরগুনার তালতলী উপজেলায় এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৩ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাউলাপাড়া গ্রামের রহিম ডাক্তারের বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন বরগুনা জেলার বেতাগী উপজেলার পূর্ব রানীপুর গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে ইকবাল হাওলাদার (৩০) এবং পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী গ্রামের লামিয়া বেগম (২৫)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইকবাল হাওলাদার ছয় মাস আগে প্রথম স্ত্রীকে বাড়িতে রেখে ঢাকায় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি নেন।
সেখানে লামিয়ার সঙ্গে তার পরিচয় হয়, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয়। দুই দিন আগে ইকবাল ও লামিয়া কুয়াকাটা বেড়াতে যান এবং সেখান থেকে বুধবার (২ এপ্রিল) বিকেলে তালতলীর চাউলাপাড়া গ্রামের ভগ্নিপতি রিপন ডাক্তারের বাড়িতে আসেন।
ইকবালের মা হাজেরা বেগম ছেলের দ্বিতীয় বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার জামাই বাড়িতে এসে তাকে গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ইকবাল বোনের ঘরে ঢুকে আড়ার সঙ্গে ওড়না ও রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। একই সময়ে লামিয়াও রশির অপর প্রান্ত গলায় পেঁচিয়ে ঝুলে পড়েন। খবর পেয়ে পুলিশ বিকেলে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজালাল জানান, প্রেমিক যুগলের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে এবং প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।