গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২ এপ্রিল বুধবার দুপুরে ঝিনাইদহের শৈলকুপায় জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। এ সময় তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে হবে এবং ফ্যাসিবাদী খুনিদের বিচার করতে হবে।
তিনি আরও বলেন, দিল্লিতে বসে যতই ষড়যন্ত্র করুক, ফ্যাসিবাদী খুনিদের বিচার থেকে দেশের মানুষকে ফেরানো যাবে না।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে আসাদুজ্জামান বলেন, এই দুর্নীতি দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে, তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতি প্রতিহত করতে হবে।
কলেজের প্রাক্তন শিক্ষার্থী মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মেহাম্মদ নসরুল্লাহ। দিনব্যাপী এ আয়োজনে কলেজের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।