চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামে ধূমপানকে কেন্দ্র করে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।
১ এপ্রিল মঙ্গলবার রাতে রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ার মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে হাবিব, রিয়াদ, নাইম, আলাউদ্দিন, সবুজ, রাব্বি প্রমুখ রয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সোমবার (৩১ মার্চ) বিকেলে রান্ধুনীমুড়া এলাকার ডিগ্রি কলেজ মাঠে ধূমপান করা নিয়ে সিনিয়র ও জুনিয়রদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ বিষয়টি দুই ওয়ার্ডের লোকজনের মধ্যে জানাজানি হলে পরে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।