পিরোজপুরে কাঠের গোলা ও বসতঘরে অগ্নিকান্ড, ক্ষয়ক্ষতি প্রায় অর্ধলক্ষ টাকা।
মাঝরাতে পিরোজপুরে একটি কাঠের গোলা ভস্মীভূত ও বসতঘর আংশিক পুড়ে গেছে। পৌরসভার ৫নং ওয়ার্ড সিআইপাড়া সড়কে মদিনা বেকারী সংলগ্ন সরদার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
রবিবার (৩০ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। অজ্ঞাত কারণে এ আগুনের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানায়। এতে আনুমানিক ৫০-৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবী করেন।
স্থানীয়রা জানিয়েছেন, ওই এলাকার মৃত সাইদুর রহমান সরদারের ছেলে মোঃ মশিউর রহমান ও আপন বড় ভাই মোস্তাফিজুর রহমান মধ্যে বেশ কয়েক বছর যাবৎ সম্পাতি ও বিভিন্ন বিষয় নিয়া বিরোধ ও শত্রæতা রয়েছে তাই এ ঘটনা হয়েছে। এসময় স্থানীয়দের সহায়তায় এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে বাড়ির অন্য বসতঘর গুলো রক্ষা পায়।
এ ব্যাপারে ক্ষতিগ্রস্ত মশিউ রহমান বলেন, ভাই মোস্তাফিজুর রহমানের ছেলে সালমান সরদার মিলে এ আগুনে পুরে ৬০-৭০ হাজারা টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মোস্তাফিজুর রহমান জানান, ভিতরে কাঠ মজুত থাকায় আগুন কখন, কি ভাবে লেগেছে বলতে পারা যাচ্ছে না।