একটি দল দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি ঢাকা ৭ আসনের মাটি ও মানুষের নেতা মীর নেওয়াজ আলী নেওয়াজ।
গতরাত লালবাগের বিভিন্ন স্থানে দরিদ্র ও অসহায় মানুষের ঘরে ঘরে ঈদ উপহার পৌঁছে দিতে গিয়ে পুরান ঢাকার একটি সংগঠনের অফিসে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীরা সারাদেশের আপামর ও অসহায় জনগনের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে, অন্যদিকে একটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেয়ার নাম করে সরকারী টাকায় দল গোঁছাতেই ব্যস্ত। দেশের মানুষ কত কষ্টে আছে তা বিভিন্ন পত্র পত্রিকার পাতা খুললেই বুঝায় যায়। যারা শ্যোসাল মিডিয়ায় দেখে তারাও বুঝে জনগনের মর্মবেদনা।
গতকাল লালবাগের সুবন্ধন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরনকালে আরও উপস্থিত ছিলেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ, বিএনপি নেতা মজিবুর রহমান মজু সহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও সংগঠনের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সংগঠনের নেতৃবৃন্দরা প্রায় আড়াইশত পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী বিতরন করেন।
এই সময় অসহায় মানুষের মুখে এক অকৃত্রিম হাসি দেখে মীর নেওয়াজ আলী বলেন, আমরা সামনে আরও উপহার নিয়ে আসব, আপনাদের দু;খ দুর্দশা দূর করতে আমরা আপনাদের পাশে থাকবো, ইনশাল্লাহ।
ঈদ উপহারপ্রাপ্ত মানুষ মীর নেওয়াজ আলীকে উদ্দেশ্য করে বলেন, আমাদের আগামীদিনের এমপি সাব থাকলে আমাদের ভবিষ্যতে কোন দুঃখ দুর্দশা থাকবেনা। আমরা উনার জন্য দোয়া করছি।