দুই সপ্তাহ ইনজুরির কারণে মাঠের বাইরে থাকার পর ফিরে এলেন লিওনেল মেসি, আর ফিরেই দেখালেন নিজের সেরা রূপ। বদলি হিসেবে নেমে মাত্র দুই মিনিটের মধ্যে গোল করে ইন্টার মায়ামিকে এনে দিলেন গুরুত্বপূর্ণ জয়।
ফিলাডেলফিয়া ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে জয় পেয়েছে ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি।
গত ১৬ মার্চ আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন মেসি। ফলে তিনি আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচেও খেলতে পারেননি। তবে মাঠে ফেরার পর নিজের সামর্থ্য আরও একবার প্রমাণ করলেন ৩৬ বছর বয়সী এই তারকা।
২৩তম মিনিট বেঞ্জামিন ক্রেমাসচির নিচু পাস থেকে ফিনিশ উইঙ্গার রবার্ট টেলর গোল করে ইন্টার মায়ামিকে (১-০) এগিয়ে নেন। ৫৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন লিওনেল মেসি। ৫৭তম মিনিটে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে গোল করেন মেসি! সাবেক বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেজের পাস থেকে এই আর্জেন্টাইন সুপারস্টারের ডান পায়ের নিচু শটে বল জালে জড়ালে (২-০) তে এগিয়ে যায় মিয়ামি।
৮০তম মিনিটে কুইন সুলিভানের ক্রস থেকে ড্যানিয়েল গাজদাগের বল জালে পাঠান ফিলাডেলফিয়া আর এক গোল শোধ দিলে স্কোর বোর্ড তখন (২-১)।
শেষ পর্যন্ত ব্যবধান ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে ইন্টার মায়ামি।
এই জয়ের ফলে মেসির দল ইন্টার মায়ামি মৌসুমের প্রথম পাঁচ ম্যাচের মধ্যে চতুর্থ জয় তুলে নিলো। অপরাজিত থেকে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
মেসির এমন দুর্দান্ত ফেরা দলের জন্য আরও আত্মবিশ্বাসের জ্বালানি হয়ে থাকবে। এখন দেখার বিষয়, ইনজুরি কাটিয়ে ফেরা মেসি পরবর্তী ম্যাচগুলোতেও এমনই জাদুকরী পারফরম্যান্স ধরে রাখতে পারেন কিনা!