বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকায় এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। তিনি বলেন, “যে দল ৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা গণপরিষদ চাইতে পারে; কিন্তু যেসব ছেলেরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছে, তারা কার ইন্ধনে বা নির্দেশে গণপরিষদ চায়, এটাই আমার প্রশ্ন।”
রিজভী আরও বলেন, “গণপরিষদ তো হয় বিচ্ছিন্ন কোনো দেশের ক্ষেত্রে, কিন্তু ২৪ সালে তো দেশ স্বাধীন হয়নি, স্বাধীনতা তো অর্জিত হয়েছে ১৯৭১ সালে।”
তিনি নির্বাচন নিয়ে সরকারের ভূমিকা সম্পর্কে মন্তব্য করে বলেন, “নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা চলছে। কখনও ডিসেম্বর, কখনও জুন, কখনও মার্চ বলে জনগণের সঙ্গে তামাশা করা হচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। এছাড়াও বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।