বাংলাদেশের অভিনয় জগতে মোশাররফ করিম মানেই এক ভিন্নমাত্রার অভিজ্ঞতা। দীর্ঘদিন ধরে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, সিনেমা কিংবা ওটিটি—সব মাধ্যমেই নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন এই গুণী অভিনেতা। বিশেষ করে থ্রিলার ঘরানার কনটেন্টে তিনি আলাদা জনপ্রিয়তা অর্জন করেছেন।
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘চক্কর ৩০২’। এই সিনেমাটি মুক্তি প্রতিযোগিতায় থাকবে শাকিব খান ও আফরান নিশোর সিনেমার সঙ্গে। ইতোমধ্যে এর ট্রেলার দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।
২৯ মার্চ শনিবার রাজধানীর বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ‘চক্কর ৩০২’ সিনেমার প্রিমিয়ার শো। কিন্তু সেখানে উপস্থিত অতিথিরা তখন চমকে যান, যখন মোশাররফ করিম হুইলচেয়ারে করে প্রিমিয়ার শোতে প্রবেশ করেন।
প্রথমে অনেকেই ভেবেছিলেন, এটি হয়তো সিনেমার প্রচারণার কৌশল। কিন্তু পরে জানা যায়, এটি কোনও প্রচারণার অংশ নয়। বাস্তবেই তার পায়ে অস্ত্রোপচার হয়েছে।
সিনেমার পরিচালক শরাফ আহমেদ জীবন বলেন, “মোশাররফ ভাইয়ের পায়ে একটি অস্ত্রোপচার হয়েছে। তারপরও তিনি প্রিমিয়ারে উপস্থিত হয়েছেন, যা আমরা কল্পনাও করিনি। তার এই ডেডিকেশনই তাকে সবার থেকে আলাদা করে। এদেশে তার মতো নিবেদিতপ্রাণ অভিনেতা পাওয়া সত্যিই কঠিন।”
অন্যদিকে, মোশাররফ করিম বলেন, “এখানে উপস্থিত দর্শকরাই ভালো বলতে পারবেন সিনেমাটি কেমন হয়েছে। তবে আমি এটুকু বলতে পারি, সবাই দারুণ অভিনয় করেছেন। কারণ, জীবন (পরিচালক) সবার কাছ থেকে অভিনয়টা আদায় করে নিয়েছেন। নতুন যারা কাজ করেছেন, তারাও অসাধারণ পারফর্ম করেছেন। আমি তাদের নিয়ে আশাবাদী। আশা করি, সিনেমাটি সবার ভালো লাগবে।”
প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমি, বিজরী বরকতুল্লাহ, মেহজাবিন চৌধুরী, রুকাইয়া জাহান চমক, আইশা খান সহ আরও অনেকে। এছাড়াও চক্কর ৩০২ সিনেমার অভিনয়শিল্পী ইন্তেখাব দিনার, সুমন আনোয়ার, রওনাক হাসান, মৌসুমী নাগ ও শাশ্বত দত্ত উপস্থিত ছিলেন।
ঈদে দর্শকরা কেমন গ্রহণ করেন ‘চক্কর ৩০২’, তা দেখার অপেক্ষায় সবাই!