ফেনী জেলার ফেনী সদর থানাধীন মহিপাল এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় আতশবাজি ও ৩৩৭২ পিস চকলেট বোমা উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, কিছু ব্যক্তি অবৈধ ভারতীয় আতশবাজি বিক্রির উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে। এ তথ্যের ভিত্তিতে গত ২৭ মার্চ ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ফেনী-নোয়াখালী মহাসড়কের পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি শুরু করে।
অভিযানের সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে এক অজ্ঞাতনামা ব্যক্তি কৌশলে চারটি বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বস্তাগুলো পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তা খুলে দেখা যায়, এর ভেতরে ১৯ বক্স SPIDERMAN নামীয় পটকা/বোম, ৬ বক্স KITKAT নামীয় পটকা/বোম, ৮ বক্স Fancy DELUX CHOCOLATE নামীয় চকলেট পটকা/বোম, ১৮ বক্স TOFAN নামীয় চকলেট পটকা/বোম এবং ৪৭ বান্ডেল COBRA CRACKERS নামীয় পটকা/বোম রয়েছে।
উদ্ধারকৃত অবৈধ ভারতীয় আতশবাজির আনুমানিক মূল্য প্রায় ৫০,০০০ টাকা বলে জানা গেছে। পরে উদ্ধারকৃত অবৈধ আতশবাজি সংক্রান্তে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রামের এই সফল অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।