পুলিশের হয়রানি থেকে বাঁচতে অ্যাম্বুলেন্স নীতিমালা দ্রুত বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
২২ মার্চ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মোস্তফা। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাদল মাদবর। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন গোলাম মোস্তফা। অন্যদিকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বাদল মাদবর।
গোলাম মোস্তফা বলেন, ২০২৩ সালের ২৫ জুলাই, আমাদের সমস্যার সমাধানে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের দাবিতে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ধর্মঘটের ডাক দিয়েছিল । সে সময়, তৎকালীন বিআরটিএ’র চেয়ারম্যান মহোদয় এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করি। তখন তারা বলেছিলও দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে এবং সড়কে অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যা হবে না। পুলিশের পক্ষ থেকে মৌখিকভাবে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয় । ফলস্বরূপ, ধর্মঘট প্রত্যাহার করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
তিনি বলেন, ২ বছর হতে চলল, দুর্ভাগ্যবশত, আজ পর্যন্ত আমরা সেই নীতিমালার বাস্তবায়ন দেখতে পাচ্ছি না । এ্যাম্বুলেন্স চালাতে গিয়ে পথে পথে ভোগান্তির সম্মুখীন হচ্ছি আমরা।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ২৪ ডিসেম্বর বিআরটিএ কর্তৃক একটি খসড়া অ্যাম্বুলেন্স নীতিমালা সচিবালয়ে পাঠানো হলেও, তা এখনো আলোর মুখ দেখেনি। সেই নীতিমালা সচিবালয়ের লাল ফিতার দৌড়াত্বে বন্দী হয়ে আছে। এর ফলে, দেশের বিভিন্নপ্রান্তে অ্যাম্বুলেন্স চলাচলে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বর্তমান বাংলাদেশ সড়ক আইনে ট্রাফিক পুলিশি মামলা।
নানা অজুহাতে ১০-২০ হাজার টাকার মোটা অংকের মামলা দেওয়া হচ্ছে, যা একেবারেই অস্বাভাবিক এবং বিপজ্জনক। আয় না থাকলেও, ধার-দেনা করে মামলার টাকা পরিশোধ করতে হচ্ছে, যা আমাদের সার্বিক সেবা প্রদানকে কঠিন করে তুলছে। অযৌক্তিক এমন হয়রানি বন্ধ হলে অ্যাম্বুলেন্স সেবায় খরচ কমে আসবে। যাতে রোগী পরিবহন আরো সহজ হবে। তাই দ্রুত সময়ের মধ্যে অ্যাম্বুলেন্স নীতিমালা প্রণয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে ৭ দফা দাবী জানায় বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সাত দফা দাবিগুলো হলো;
১. অ্যাম্বুলেন্স এর নীতিমালা চাই
২. অ্যাম্বুলেন্স এর আয়করমুক্ত চাই
৩. বাণিজ্যিক রেজিস্ট্রেশন চাই
৪. হয়রানি মুক্ত পথ চলতে চাই
৫. টোল ফ্রি বাস্তবায়ন চাই
৬. অ্যাম্বুলেন্সে ৮ সিটের আসন চাই •
৭. হাসপাতাল সমূহে পার্কিং সুবিধা চাই
যদি দাবী বাস্তবায়ন না হয়, তবে কঠোর কর্মসূচীর ঘোষণার হুঁশিয়ারি কর্মসূচী দিয়েছে সংগঠনটি। নীতি মালার দাবীতে ৬ই এপ্রিল ২০২৫ তারিখে সারা দেশব্যাপী সু-শৃঙ্খল অ্যাম্বুলেন্স র্যাব ও পথসভা । ১২ ই এপ্রিল ২০২৫ তারিখ, ভোর ৬টা থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত, সারাদেশে একযোগে অনির্দিষ্টকালে অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করা হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দ।