পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
২০ মার্চ ডিএসসিসির নগরভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত করপোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের ইমামকে ৩,০০০ টাকা এবং মুয়াজ্জিনকে ১,৫০০ টাকা করে সম্মানি প্রদান করা হবে।
এছাড়া, ডিএসসিসির সকল দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে ২,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বছরে একবার প্রদত্ত ৪,০০০ টাকার ভাতা বৃদ্ধি করে ৬,০০০ টাকা করা হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোর সেবা সহজতর করতে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন প্রদান করা হবে।
ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।