ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ
মসজিদের ইমামকে ৩,০০০ ও মুয়াজ্জিনকে ১,৫০০ টাকা সম্মানি

ইমাম ও মুয়াজ্জিমদের বিশেষ ঈদ সম্মানী দিবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

  • আরমান বাদল
  • আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

২০ মার্চ ডিএসসিসির নগরভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত করপোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের ইমামকে ৩,০০০ টাকা এবং মুয়াজ্জিনকে ১,৫০০ টাকা করে সম্মানি প্রদান করা হবে।

এছাড়া, ডিএসসিসির সকল দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে ২,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বছরে একবার প্রদত্ত ৪,০০০ টাকার ভাতা বৃদ্ধি করে ৬,০০০ টাকা করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোর সেবা সহজতর করতে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন প্রদান করা হবে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

মসজিদের ইমামকে ৩,০০০ ও মুয়াজ্জিনকে ১,৫০০ টাকা সম্মানি

ইমাম ও মুয়াজ্জিমদের বিশেষ ঈদ সম্মানী দিবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

আপডেট সময় : ০২:৩১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের আওতাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

২০ মার্চ ডিএসসিসির নগরভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত করপোরেশন সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি মসজিদের ইমামকে ৩,০০০ টাকা এবং মুয়াজ্জিনকে ১,৫০০ টাকা করে সম্মানি প্রদান করা হবে।

এছাড়া, ডিএসসিসির সকল দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে ২,০০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকায় উন্নীত করার সিদ্ধান্ত হয়েছে। অন্য ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বছরে একবার প্রদত্ত ৪,০০০ টাকার ভাতা বৃদ্ধি করে ৬,০০০ টাকা করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ডিএসসিসি নিয়ন্ত্রণাধীন কবরস্থানগুলোর সেবা সহজতর করতে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন প্রদান করা হবে।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ সময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।