নরসিংদীর মাধবদীতে আলোকসজ্জা, সাউন্ড, মাইক ও ইভেন্ট মালিক সমিতি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ রমজান ১৫ মার্চ শনিবারে মাধবদীর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে বিশাল ইফতার পার্টির আয়োজন করেছে সংগঠনটি।
নরসিংদী জেলা আলোকসজ্জা, সাউন্ড, মাইক, ও ইভেন্ট মালিক সমিতির সভাপতি মমিনুল ইসলাম গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সাবেক প্রেসিডেন্ট আলহাজ্ব আব্দুল মোমেন মোল্লা, হাজী মোহাম্মদ নাজিমুদ্দিন।
তিনি বলেন রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। এই মাস পুরোটাই ধরিত্রীর জন্য বয়ে আনে কল্যাণ। সিয়াম সাধনার এই মাসে মুসলিমরা বিশ্বাস করে ইফতার ও সাহরিতে রয়েছে সমূহ কল্যাণ। তাই কল্যাণের এই মাসে ঘটা করে আদায় করা হয় ইফতার; আয়োজন করা হয় দোয়া মাহফিল। দিন শেষে সন্ধ্যায় অনেকেই একত্রিত হয়ে করে এই মহিমান্বিত আয়োজন।
সভাপতি মমিনুল ইসলাম বলেন, আমরা এলাকার মানুষের বিশেষ প্রয়োজনে সবসময় পাশে থাকি, এই রমজানের মাসে সাধারন মানুষ ও আমাদের সংগঠনের সদস্যদের একত্রিত হয়ে একই সাথে ইফতার করতে পেরে আমরা অনেক আনন্দিত। প্রতিবছর অন্ততপক্ষে একবার আমরা একই পেশার মানুষ একত্রিত হতে পারি, সবার সাথে ভ্রাতৃত্ববোধ ও পারস্পারিক সম্প্রীতি তৈরি হয় এবং আল্লাহ রসূলের নির্দেশ মত রোজা রাখার তৌফিক দেয় এটাই আল্লাহর কাছে হাজার শুকর। এছাড়াও মুসলিম উম্মাহর জন্য দোয়া ও গাজায় নিরীহ ও অসহায় মুসলিমদের রক্ষায় দোয়া কামনা করা হয়।
মাধবদী থানা কমিটির সভাপতি মো. ইউনুস মিয়ার সঞ্চালনায় এ আয়োজনে আরও অংশ নেন, প্রফেসর ইকবাল হোসেন, মাধবদী মহাবিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য আব্দুল বাতেন শাহীন, বিয়ে কমিনিউটি সেন্টারের স্বত্তাধীকারী মো. সেলিম, বাংলাদেশ সাইন্ড, লাইট লজেস্টিক এসোশিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সহ-সভাপতি তাপস মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সুজন বাড়ি খানসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।