বগুড়ার শেরপুর উপজেলায় নতুন ভোটার হিসেবে ছবি তুলে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক বন্ধু।
১৭ মার্চ সোমবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-বগুড়া মহাসড়কের রাজাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হৃদয় সরকার (২১) ও শুভ শেখ (২১) এবং আহত হয়েছে সাগর (২১) তারা সবাই একই এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে নতুন ভোটার হিসেবে ছবি তুলতে গিয়েছিলেন তিন বন্ধু। ছবি তোলার পর বাড়ি ফেরার পথে এসআর কেমিক্যালের সামনে তাদের মোটরসাইকেলের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে তিনজনই ছিটকে পড়েন। ঠিক তখনই পেছন দিক থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শুভ মারা যান।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হৃদয় মারা যান। গুরুতর আহত সাগরকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতরা মির্জাপুর ইউনিয়নের পূর্বপাড়ার বাসিন্দা বলে জানা যায়।
বগুড়া শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, দুর্ঘটনার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।