সোমবার (১৭ মার্চ) দেশ টিভিতে প্রচারিত “নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষা ছাড়াই সমন্বয়কদের সুপারিশে চাকরি” শিরোনামের প্রতিবেদনের বিষয়ে ঢাকা ওয়াসা তাদের অবস্থান স্পষ্ট করেছে।
ঢাকা ওয়াসা জানিয়েছে, আউটসোর্স জনবল নিয়োগের দায়িত্ব সরাসরি তাদের নয়। এ ধরনের নিয়োগের জন্য ওপেন টেন্ডারিং পদ্ধতিতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচন করা হয়। এরপর সেই ঠিকাদারি প্রতিষ্ঠান চাহিদা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল সরবরাহ করে থাকে। পুরো প্রক্রিয়াটি সরকারের আউটসোর্সিং নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, আউটসোর্স পদ্ধতিতে নিয়োগের ক্ষেত্রে ঢাকা ওয়াসা কোনো নিয়োগপত্র ইস্যু করে না। দেশ টিভির প্রতিবেদনে ঢাকা ওয়াসার এমডি, ডিএমডি, সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার পিএস ও এপিএস, ছাত্র সমন্বয়ক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সুপারিশের ভিত্তিতে নিয়োগের যে তালিকা দেখানো হয়েছে, সেটি ভিত্তিহীন এবং দুঃখজনক।
ঢাকা ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আবদুল কাদের জানান, প্রচারিত তালিকার সঙ্গে ঢাকা ওয়াসা বা তাদের কর্মকর্তাদের কোনো সংশ্লিষ্টতা নেই। জনবল নিয়োগ বা সরবরাহের সম্পূর্ণ কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে।
এই ব্যাপারে ঢাকা ওয়াসার সচিব জনাব মশিউর রহমান জানান, দেশের স্বনামধন্য মিডিয়ায় এতবড় ভুল তথ্য দিয়ে নিউজ করবে সেটা খুবই দুঃখজনক ও অনভিপ্রেত। আমরা চাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিগত দিনের অনিয়ম দূর্নীতি ও অপকর্মগুলোকে কতটা কমিয়ে আনতে পেরেছি সেটাও প্রকাশ করুক। তিনি আরও বলেন, বিগতদিনের চেয়ে ঢাকা ওয়াসা অনেক সতর্কতার সাথেই কাজ করে যাচ্ছে। ঢাকা ওয়াসার এমডি সহ উর্ধ্বতন কর্মকর্তাদের দিক নির্দেশনায় দূর্নীতিকে কমিয়ে আনার কাজ ইতোমধ্যে অনেকটাই বাস্তবায়ন হয়েছে।