শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ মো. আনিছ (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
১৬ মার্চ রবিবার ভোরে পলাশীকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনিছ শেরপুর সদর উপজেলার নন্দীর বাজার এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ আলম, এএসআই শাজাহান, কনস্টেবল মেহেদী হাসান ও কনস্টেবল মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নালিতাবাড়ী উপজেলার পলাশীকুড়া এলাকার হযরত মেম্বারের নির্মাণাধীন বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়।
অভিযানে একটি পিকআপে থাকা ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬০ বোতল মদসহ মাদক কারবারি মো. আনিছকে আটক করা হয়। উদ্ধারকৃত মদের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৮০ হাজার টাকা।
শেরপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সালেমুজ্জামান জানান, গ্রেফতারকৃত আনিছের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (খ) ধারায় রবিবার দুপুরে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে, এবং আনিছকে আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন ডিবির ওসি সালেমুজ্জামান।