নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে পিরোজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে ফরহাদ হাওলাদার নামে এক যুবকের বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। পরে জয় বাংলা স্লোগান দেয়ার অভিযোগে যুবকটিকে গ্রেফতার করা হয়েছে।
১২ মার্চ বুধবারে বেলা ১২ টারদিকে সিভিল সার্জন অফিসের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এসময় ওই যুবক শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দিতে বলে এবং বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে।
সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা বলেন, সকালে আমাদের মহিলা কলেজের সামনে শতাধিক শিক্ষার্থী মিলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন করি। এসময় একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ড, সাঈদী ফাউন্ডেশন হয়ে আবার মহিলা কলেজের সামনে আসছিলাম।
এসময় সাঈদী ফাউন্ডেশনের সামনে থেকে এক যুবক মিছিলের ভিডিও করে এবং আমাদের বিভিন্নভাবে উত্যক্ত করতে থাকে। এক পর্যায়ে ওই যুবক আমাদের জয় বাংলা স্লোগান দিতে বলে। ভিডিও করা অবস্থায় আমরা তাকে বাধা দিয়ে আটকালে আমাদের কাছ থেকে সে জোড় করে পালিয়ে গেলে স্থানীয়দে সহায়তায় আমরা পুনরায় তাকে সিভিল সার্জন অফিসের সামন বসে আটক করে পুলিশের হাতে তুলে দেই।
এ বিষয়ে পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, আটক যুবকটি কলেজের মেয়েদের বিক্ষোভ মিছিলে উত্যক্ত করে এবং জয় বাংলা স্লোগান দিতে বাধ্য করে। পুলিশ এ ঘটনার সুষ্ঠ বিচার করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, পৌর শহরের খামকাঠা এলাকার মাইনুল হাওলাদারের ছেলে ফরহাাদকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে এনেছি এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।