আন্তঃজেলা ডাকাত দলের সর্দার জালাল মিয়া প্রকাশ স্প্রিং জালাল’কে গ্রেফতার করেছে র্যাব-৭ চট্টগ্রাম। সে হত্যা এবং ডাকতি সহ ১৬টি মামলায় পলাতক আসামী বলে জানায় র্যাব।
১০ মার্চ ২০২৫ ইং তারিখ সাড়ে ৭ টার দিকে অভিযান পরিচালনা করে আসামী জালাল মিয়া প্রকাশ স্প্রিং জালাল (৩৫)কে ফেনী জেলার লালপুল এলাকা হতে গ্রেফতার করা হয়। সে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সুন্দরপুর গ্রামের ডুগা মিয়ার ছেলে বলে জানা যায়।
র্যাবের তথ্য মতে, এই ডাকাত সর্দার জালাল মিয়া উরফে স্প্রিং জালাল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার মামলা নং-০৩, তারিখঃ ০৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ ধারা-৩৯৬ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহার নামীয় পলাতক আসামী ছিলো।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, এছাড়াও সে মামলা রুজু হওয়ার পর হতে আইন শৃংখলা বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পলাতক আসামী স্প্রিং জালাল ফেনী জেলার ফেনী সদর থানাধীন লালপুল এলাকায় অবস্থান করছে। বর্ণিত এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম এবং র্যাব-০৯ এর যৌথ চৌকস দলের অভিযানে স্প্রিং জালালকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।