তুচ্ছ ঘটনায় এক নারী কনস্টেবলকে লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক। গাড়িচালকের নাম সোহেল বাবু বলে জানা গেছে।
রোববার দুপুরে থানা রোডে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ মারধরের ঘটনা ঘটে। আহত ওই পুলিশ সদস্যকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। ওই নারী কনস্টেবলের নাম ইতি খানম।
সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মারধরের শিকার ওই নারী কনস্টেবল। তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় কর্মরত আছেন এবং সাভার মডেল থানার কোয়ার্টারে পরিবার নিয়ে বসবাস করেন বলে জানা গেছে।
অন্যদিকে অভিযুক্ত সোহেল বাবু সাভার পৌর এলাকার ভাগলপুর মহল্লায় থেকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহর গাড়িচালক হিসেবে চাকরি করে।
থানায় লিখিত অভিযোগ থেকে জানা যায়, ভুক্তভোগী নারী পুলিশ কনস্টেবল সাভার থানা রোডে রিকশাযোগে যাওয়ার পথে সাইড চাওয়ায় ক্ষিপ্ত হয়ে গাড়ি চালক সোহেল বাবু লোহার রড দিয়ে ওই নারী কনস্টেবলকে এলোপাথাড়িভাবে পিটিয়ে রক্তাক্ত করে। পরে স্থানীয়রা ওই নারীকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।