ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতারক আনিছুর রহমানের ফাঁদে নিঃস্ব পরিবার, জেল হাজতে বৃদ্ধা মা। ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

  • তানভির আহমেদ
  • আপডেট সময় : ১২:২৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • ৩৭ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ রবিবার (৯ মার্চ) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রফিক ভবনের নিচে এসে জমায়েত হন এবং ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে তারা মানববন্ধন শেষে বক্তব্য দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সংগঠনটির এক নারী সদস্য বলেন, ‘আমরা চুপ থাকলে চলবে না। ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ অন্য কাউকে ধর্ষণ করা হয়েছে, কাল হয়তো আমাকেও করা হতে পারে। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলেই এই ঘৃণ্য অপরাধ রোধ করা সম্ভব হবে।’

সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, ‘কয়েক দিন ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। আমরা বলতে চাই, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। আমাদের সমাজব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে না পারলে নারী নির্যাতন বন্ধ হবে না।

শিক্ষার্থীরা বলেন, দেশের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হতে হবে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রতারক আনিছুর রহমানের ফাঁদে নিঃস্ব পরিবার, জেল হাজতে বৃদ্ধা মা।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

আপডেট সময় : ১২:২৭:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫

সাম্প্রতিক সময়ে দেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

আজ রবিবার (৯ মার্চ) দুপুরে সংগঠনটির নেতাকর্মীরা ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রফিক ভবনের নিচে এসে জমায়েত হন এবং ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। পরে তারা মানববন্ধন শেষে বক্তব্য দেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে সংগঠনটির এক নারী সদস্য বলেন, ‘আমরা চুপ থাকলে চলবে না। ধর্ষকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আজ অন্য কাউকে ধর্ষণ করা হয়েছে, কাল হয়তো আমাকেও করা হতে পারে। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, তাহলেই এই ঘৃণ্য অপরাধ রোধ করা সম্ভব হবে।’

সংগঠনের আহ্বায়ক ইভান তাহসীভ বলেন, ‘কয়েক দিন ধরে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে, অথচ দোষীরা শাস্তির বাইরে থেকে যাচ্ছে। আমরা বলতে চাই, এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। আমাদের সমাজব্যবস্থার কাঠামো পরিবর্তন করতে না পারলে নারী নির্যাতন বন্ধ হবে না।

শিক্ষার্থীরা বলেন, দেশের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে ব্যর্থ হয়েছে। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদে শামিল হতে হবে।’