চাঞ্চল্যকর সবজি বিক্রেতা আতাউল্লাহ (২২) হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামী ইয়াছিন (৩৫)কে গ্রেফতার করেছে র্যাব ১০।
গতকাল ৮ মার্চ ২০২৫ বিকাল সাড়ে ৬টায় কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন রানীর বাজার এলাকায় একটি যৌথ অভিযান পরিচলনা করে মামলার এজাহারনামীয় অন্যতম প্রধান আসামীকে গ্রেফতার করা হয়। ইয়াছিন (৩৫) চাঁদপুর জেলার কচুয়া থানার পাথৈর গ্রামের বাসিন্দা মোঃ জাহাঙ্গিরের ছেলে।
নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, আতাউল্লাহ (২২) একই এলাকার ইব্রাহিম @ইকবালের নিকট থেকে সবজি ক্রয় করে তা বিভিন্ন জায়গায় খুচরা বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতো। ইকবালের কাছ থেকে বাকি নিতে নিতে নিহত আতাউল্লাহর কাছে প্রায় ২৫,০০০/- টাকা পাওনা হয়ে যায়।
গত ০৬/০২/২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০:৩০ ঘটিকায় ভিকটিম আতাউল্লাহ’কে ইকবাল ও তার বড়ো ভাই ইয়াছিন (৩৫) তাদের বসত বাড়ীতে ডেকে নিয়ে যায়। আতাউল্লাহ পাওনা টাকা দিতে ব্যর্থ হলে ইকবাল ও তার বড়ো ভাই ইয়াছিনসহ অপরাপর আসামীরা এলোপাথারী ভাবে মারধর করলে পরবর্তীতে ভিকটিমের বাবা স্থানীয় লোকজনের সহায়তায় তার ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরের দিন সকালে ভিকটিম আতাউল্লাহ রক্তবমি করলে তাকে কুমিল্লা জেলার গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লিখিত হাসপাতালের চিকিৎসক ভিকটিমের অবস্থা আশংকা জনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় গত ১২/০২/২০২৫ তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকায় মৃত্যুবরন করে।
র্যাব-১০ এর পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিঃ সহঃ পুলিশ সুপার তাপস কর্মকার জানান, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।