সকল নারী ও কন্যার জন্য অধিকার, সমতা এবং ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা বিশ্বের মতো দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি)’তে পালিত হলো দিবসটি।
পরবর্তীতে নারীদিবস এর উপর নির্মিত ভিডিও দেখানো হয় ও বিশ্ববিদ্যালয়ে সকল নারীদের ফুল ও বিশেষ বার্তা দিয়ে শুভেচ্ছা দেওয়া হয়।
আজকের এই অনুষ্ঠান অলঙ্কৃত করেন বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য সচিব জনাব মুহম্মদ নাজমুল হাসান।এসময় তিনি বলেন আজকের দিনটি শুধু উদযাপনের নয়, বরং নারীদের সমান সুযোগ, ন্যায়বিচার ও উন্নয়নের পথে আরও একধাপ এগিয়ে যাওয়ার শপথ নেওয়ার দিন। আসুন, একসঙ্গে গড়ে তুলি একটি সমতা ও সম্মানের বিশ্ব!
এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. একেএম মাহবুবুজ্জামান, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) শাহ নুরুন্নবী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন মো. হাবিবুর রহমান, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই নারী মর্যাদা নিয়ে বিশিষ্ট যাদু শিল্পীকে নিয়ে মনোমুগ্ধকর ম্যাজিক শো উপস্থাপন হয়।