ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ
দুই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

  • বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

হাইকোর্টের নির্দেশনা অনুসারে বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়া এবং শিবগঞ্জ উপজেলার দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাবগ্রামের মেসার্স সারিয়াকান্দি ব্রিকস ও শিবগঞ্জের এ এস বি নামক অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী দুই ইটভাটার মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ও মো. আব্দুল্লাহ আল মামুন অভিযান দুটি পরিচালনা করেন। এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। এছাড়াও  পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলামও এই সময় অভিযানে উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যরা, বগুড়া জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে সহায়তা প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি ইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

দুই ইটভাটার মালিককে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

আপডেট সময় : ০৯:২৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

হাইকোর্টের নির্দেশনা অনুসারে বগুড়া জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বগুড়া সদরের সাবগ্রাম দক্ষিণ পাড়া এবং শিবগঞ্জ উপজেলার দুটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সাবগ্রামের মেসার্স সারিয়াকান্দি ব্রিকস ও শিবগঞ্জের এ এস বি নামক অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী দুই ইটভাটার মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ ও মো. আব্দুল্লাহ আল মামুন অভিযান দুটি পরিচালনা করেন। এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার সহকারী পরিচালক মাহথীর বিন মোহাম্মদ। এছাড়াও  পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সাইফুল ইসলামও এই সময় অভিযানে উপস্থিত ছিলেন।

এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্পের সদস্যরা, বগুড়া জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযানে সহায়তা প্রদান করেন।

মোবাইল কোর্ট পরিচালনার সময় ইটভাটা মালিকদের অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ, লাইম ও জিপসামের তৈরি ইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।