ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ
শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুট

১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগযশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং তাঁর ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে।

বুধবার সকালে কায়বা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজাহান কবির এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের জানান, বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্যে পাঠান। তবে পথিমধ্যে বাগআঁচড়ার বকুলতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রুহুল কুদ্দুস ও তাঁর ভাই ইবাদুল ইসলাম কালুর নেতৃত্বে ট্রলিগুলো থামানো হয়।

ড্রাইভারদের জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজেদের গোডাউনে নামিয়ে নেন বলে অভিযোগ করেন ডিলার শাহাজাহান কবির। তিনি জানান, চাল নিয়ে যাওয়ার বিষয়ে কুদ্দুসের সঙ্গে ফোনে যোগাযোগ করলে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিকরা ঘটনার খবর পেয়ে বকুলতলায় গিয়ে কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে চারটি চাল বোঝাই ট্রলি আটক থাকার বিষয়টি দেখতে পান। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কালু দ্রুত ট্রলিগুলো নিয়ে চলে যেতে বলেন।
কেন ট্রলি আটকে রাখা হয়েছিল, জানতে চাইলে কালু দাবি করেন যে তিনি ডিলারের কাছে টাকা পাবেন, তাই ট্রলিগুলো আটকেছিলেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে চাল লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকেছিল, পরে ছেড়ে দিয়েছে।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন,”আমি বিষয়টি শুনেছি। ওসি সাহেবকে চাল উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছে।”

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, ইউএনও স্যারের নির্দেশের পর জানতে পারেন, চালবোঝাই ট্রলিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুট

১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫

যশোরের শার্শায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগযশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫৫ বস্তা চাল লুটের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও কায়বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস এবং তাঁর ভাই ইবাদুল ইসলাম কালুর বিরুদ্ধে।

বুধবার সকালে কায়বা ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডিলার শাহাজাহান কবির এ অভিযোগ করেন।

তিনি সাংবাদিকদের জানান, বাগআঁচড়া খাদ্যগুদাম থেকে চাল লোড করে কয়েকটি ট্রলি নিজের ডিলার পয়েন্টের উদ্দেশ্যে পাঠান। তবে পথিমধ্যে বাগআঁচড়ার বকুলতলা এলাকায় পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা রুহুল কুদ্দুস ও তাঁর ভাই ইবাদুল ইসলাম কালুর নেতৃত্বে ট্রলিগুলো থামানো হয়।

ড্রাইভারদের জিম্মি করে ১৫৫ বস্তা চাল নিজেদের গোডাউনে নামিয়ে নেন বলে অভিযোগ করেন ডিলার শাহাজাহান কবির। তিনি জানান, চাল নিয়ে যাওয়ার বিষয়ে কুদ্দুসের সঙ্গে ফোনে যোগাযোগ করলে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

স্থানীয় সাংবাদিকরা ঘটনার খবর পেয়ে বকুলতলায় গিয়ে কুদ্দুস চেয়ারম্যানের বাড়ির সামনে চারটি চাল বোঝাই ট্রলি আটক থাকার বিষয়টি দেখতে পান। তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে কালু দ্রুত ট্রলিগুলো নিয়ে চলে যেতে বলেন।
কেন ট্রলি আটকে রাখা হয়েছিল, জানতে চাইলে কালু দাবি করেন যে তিনি ডিলারের কাছে টাকা পাবেন, তাই ট্রলিগুলো আটকেছিলেন।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতা রুহুল কুদ্দুস অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, “আমার বিরুদ্ধে চাল লুটের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমি কোনো চাল লুট করিনি। আমার ভাই ডিলারের কাছে টাকা পাবে বলে ট্রলি আটকেছিল, পরে ছেড়ে দিয়েছে।”

এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাজিব হাসান বলেন,”আমি বিষয়টি শুনেছি। ওসি সাহেবকে চাল উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছে।”

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম রবিউল ইসলাম জানান, ইউএনও স্যারের নির্দেশের পর জানতে পারেন, চালবোঝাই ট্রলিগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।