এনএসআই ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ঢাকা মেডিকেলের দালাল চক্র উৎখাত করা হয়েছে।
আজ সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনএসআই এর সমন্বয়ে সেনাবাহিনীর সাথে ৪ ঘন্টা ব্যাপী যৌথ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে ঢাকা মেডিক্যাল কলেজের আশেপাশের রাস্তা দখল করে দোকান বসিয়ে অচলাবস্থা সৃষ্টি করেছে।
এনএসআই এর সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে ৭০ জনের অধিক দালালকে হাতেনাতে আটক করা হয়। তাদেরকে সর্বোচ্চ ৩ মাস পর্যন্ত জেল প্রদান করা হয়৷
উল্লেখ্য, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের প্রধান গেইট সংলগ্ন আশেপাশের ফুটপাত ও রাস্তায় বিভিন্ন রকম দ্রব্য সামগ্রীসহ খাবারের দোকান দেয়ার ফলে দীর্ঘদিন ধরে রোগীদের যাতায়ত ব্যবস্থা বিঘ্নিত হচ্ছিল। এই সুযোগে কিছু অসাধু চক্র সুবিধা নিতে মরিয়া হয়ে উঠে।
এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ রোগীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ গিরীব রোগীরা যৌথবাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন৷
যৌথবাহিনীর এরূপ অভিযান পর্যায়ক্রমে চলমান থাকবে।