গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদ। অভিযানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মঈন খান এলিস, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আরেফিন বাদল, জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশ প্রশাসনের সদস্যরা।
অভিযানে জানা যায়, ভাওয়াল মির্জাপুর এলাকায় অবৈধভাবে ‘আঁখি ব্রিকস’ নামে একটি ইটভাটা পরিচালিত হচ্ছিল। ভাটাটি কৃষিজমির মাটি কেটে ইট তৈরিতে ব্যবহার করছিল, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এ অনিয়মের কারণে ইটভাটার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং ভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিবেশ সংরক্ষণ ও অবৈধ ইটভাটা বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।