ভারতে পাচারের প্রাক্কালে চুয়াডাঙ্গা সীমান্তে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।
ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ২.৪১১ কেজি ওজনের ১৮টি স্বর্ণের বারসহ ০২ জনকে আটক করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তিদের একজন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামের মৃত খোদা বক্সের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৪২) এবং অপরজন কুমিল্লার দেবীদ্বার উপজেলার হোসেনপুর গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ লিটন খান (২৬)।
অদ্য ০৪ মার্চ ২০২৫ তারিখ দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নাজমুল হাসান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, ভারত পাচারের উদ্দেশ্যে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-০৪৫৬) এর একটি বাসে করে সীমান্তের দিকে যাচ্ছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি বিশেষ আভিযানিকদল উক্ত গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কের সরজগঞ্জ বাজার এলাকায় অবস্থান নেয়।
বিজিবি আভিযানিক দল সরজগঞ্জ বাজারে বাসটিকে আনুমানিক দুপুর ১ টার সময় সনাক্ত করে এবং বাসের গতিরোধ করে তল্লাশি করা হয়। পরে ২ জন যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তাদেরকে আটক করে ব্যাটালিয়ন সদরের প্রধান গেটের পার্শ্বে তাদের দেহ তল্লাশি করে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৮টি স্বর্ণের বার এবং নগদ ১০,১৯০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক ওজন ২.৪১১ কেজি এবং বর্তমান বাজারমূল্য-২,৯৩,৭৮,২১৩/- (দুই কোটি তিরানব্বই লক্ষ আটাত্তর হাজার দুইশত তের) টাকা।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করতঃ থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।