‘জ্বিন তাড়ানোর’ নামে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরে কবিরাজকে কুপিয়ের হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেবগ্রাম এলাকার মৃত জয়নাল মিস্ত্রির ছেলে মো. মতি তেলী (৪০)।
গতকাল রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিণগণ গ্রামে এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, হত্যার কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হরিণগণ এলাকার এক রাজমিস্ত্রীর স্ত্রীর ওপর ‘জ্বিন ভর’ করেছে বলে তার চিকিৎসা করতে রোববার রাতে মো. মতি তেলী কবিরাজ সেখানে যান। ‘জ্বিন তাড়ানোর’ কথা বলে ওই রাজমিস্ত্রীর স্ত্রীকে নিয়ে ঘরে ঢোকেন কবিরাজ। অনেকক্ষণ তাদের সাড়া শব্দ না পেয়ে রাজমিস্ত্রী ঘরে ঢোকে এবং কবিরাজ ও তার স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর উভয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডার এক পর্যায়ে রাজমিস্ত্রীর ছেলে এসে উভয় মিলে কবিরাজ মতিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে ঝখম করে কবিরাজ মতিকে কক্ষের ভিতর রেখে বাইরে দিয়ে দরজা আটকে পালিয়ে যায়। পরে রাজমিস্ত্রীর মা ঘরের দরজা খুলে মতির মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। সোমবার সকালে ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তা পরিদর্শন করেছেন। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কবিরাজ হত্যার ঘটনায় মামলা এখনও প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি।