জামালপুর মেলান্দহ থানার কুলিয়া ইউনিয়নে ডেফলা ব্রিজ এলাকার একটি ইট ভাটা থেকে একটি নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকালে পুলিশ উপজেলার কুলিয়া ইউনিয়নের ডেফলা ব্রিজের উত্তরের ইটভাটা থেকে লাশটিকে উদ্ধার করা হয়। তবে নিহত মহিলার তাৎক্ষনিক পরিচয় না পেয়ে পুলিশ থানায় নিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ডেফলাব্রিজ সংলগ্ন এলাকায় অজ্ঞাত নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ইটভাটা থেকে লাশটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় দায়িত্বরত পুলিশ।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম বলেন, সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। লাশের এখনো পরিচয় জানা যায়নি। এ ঘটনায় সাধারণ একটি ডায়েরি হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।