বিএসএফের টহলদল কর্তৃক ছোড়া রাবার বুলেটে এক বাংলাদেশী চোরাইকারবারী নিহতের খবর পাওয়া গেছে। মৃত ব্যক্তির নাম
মোঃ আল আমিন (২৫) পিতার নাম সুলতান মিয়া এবং ও তার ঠিকানা গ্রাম- পুটিয়া পোস্ট- শ্যামপুর থানা- কসবা জেলাঃ ব্রাহ্মণবাড়িয়া।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ রাত পৌনে ৮টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর সালদানদী বিওপি এবং ৪৯/কামথানা বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত মেইন পিলার-২০৫০/৩ এস হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে পুটিয়া নামক স্থানে প্রতিপক্ষ ৪৯ কাম/থানা বিএসএফ ক্যাম্পের টহলদল কর্তৃক বাংলাদেশী চিনি চোরাকারবারীদের লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে।
বিএসএফ এর করা উক্ত ফায়ারে ১ জন বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয় এবং বিএসএফের হাতে আটক হয়। উক্ত আহত ব্যক্তি ৪৯/কাম থানা বিএসএফ এর নিয়ন্ত্রণে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।