এক বাইক চালককে উল্টো পথে যেতে না দেওয়ায় নুরুজ্জামান নামের এক সার্জেন্ট অফিসারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দিয়ে ট্রাফিক সার্জেন্টের তার হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ ব্রিজ এলাকায়।
অচেতন অবস্থায় আহত পুলিশকে পথচারীরা সেবা দেয়ার চেষ্টা করে পরে পুলিশ সদস্যরা এসে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।
একজন প্রত্যক্ষদর্শী জানান, একজন বাইকার উল্টোপথে আসতেছিল তখন এই পুলিশ তাকে আটকে দেয়। বলে নির্দিস্ট রাস্তা দিয়ে যেতে। এই কথা বলার ফাঁকে স্পিডে মটর সাইকেল পুলিশের গায়ে সজোরে ধাক্কা দেয়। তৎক্ষণাৎ পুলিশ নিচে পড়ে যায়, পুলিশের উপর দিয়ে মটর সাইকেল উঠিয়ে দেয়।
পরে জ্ঞান ফিরে পেয়ে পুলিশ সার্জেন্ট নুরুজ্জামান জানান, যাওয়ার সময় বাইকারটা তার মোবাইল ফোনও নিয়ে যায় ।