গাজীপুরের গাছা থানা এলাকা থেকে মোবাইল ছিনতাই চক্রের অন্যতম সদস্য পারভেজকে গ্রেপ্তার করেছে র্যাব-১
জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতিকারীরা দেশ ব্যাপি অগ্নি সন্ত্রাস, চাঁদাবাাজি, ছিনতাই, নৈরাজ্য সৃষ্টি করে। সংস্কার কার্যক্রমকে বাধা দিতে কিছু কুচক্রী মহল অপতৎপরতা চালিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কৃত্রিমভাবে অবনতি ঘটানোর চেষ্টা চালায়।
অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে র্যাব ১ একটি চৌকষ দল গোয়েন্দা তৎপরতা চালিয়ে মোবাইল ছিনতাই চক্রের অন্যতম সক্রিয় সদস্য পারভেজকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির কাছ থেকে সর্বমোট ৮ টি মোবাইল ফোন পাওয়া যায় যার মাঝে ১ টি আইফোন, ৪ টি এন্ড্রয়েড সেট এবং ৩ টি বাটন সেট পাওয়া যায়। উদ্ধারকৃত আইফোন এর মূল ক্রেতাকে সনাক্ত করা গেছে এবং জিডি মূলে তার আইফোন হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে এন্ড্রয়েড ফোনগুলো অবৈধ সফটওয়্যার ব্যাবহার করে IMEI পরিবর্তন করা হয়েছে। বর্তমানে র্যাব সদর দপ্তর ফরেনসিক ল্যাবের সহায়তায় উদ্ধারকৃত মোবাইল ফোনের মূল গ্রাহকদের সনাক্ত করা হচ্ছে।
আসামী পারভেজ জানায় যে, ছিনতাইকৃত মোবাইল সমূহ রাজধানীর বিভিন্ন স্থানের স্বনামধন্য মার্কেট এর ডিলার তার কাছ থেকে সেটগুলো নিম্নমূল্যে ক্রয় করে সেকেন্ড হ্যান্ড মোবাইল হিসেবে বিক্রয় করে।
অপারেশন ডেভিল হান্ট এর মাধ্যমে এরূপ মোবাইল ছিনতাইকারী এবং IMEI পরিবর্তনকারি চক্র সনাক্ত করার মত অভিযান চলমান থাকবে।
স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা র্যাব-১ এর টহল চলমান। চলমান পরিস্থিতি বিবেচনা করে র্যাব-১ এর একটি স্থানীয় কমপ্লেইন সেল চালু করা হয়েছে। তাৎক্ষণিক সেবা প্রধানের জন্য জনস্বার্থে যোগাযোগটি সবার সাথে শেয়ার করা হলো।গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।