রাজধানীর লালবাগ ও আশপাশ এলাকা হতে ০৭ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র্যাব-১০।
২৬ থেকে ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ র্যাব-১০, সিপিএসসি লালবাগ ক্যাম্প এর একটি আভিযানিক দল রাজধানীর ঢাকার লালবাগ সেকশন এলাকাসহ আশপাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৭ জন কুখ্যাত ছিনতাইকারী সদস্য গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নাম ১। মোঃ রাজু (২৯), পিতা-মৃত গোলাম মোহাম্মদ ২। মোঃ রাশেদ (৪৮) ৩। মোঃ হৃদয় (২৩) ৪। মোঃ রনি (২৬) ৫। মোঃ নুরুজ্জামান (৩৬) ৬। মোঃ সিফাত হোসেন (১৯) ও ৭। মোঃ রায়হান (১৮)। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০৩ টি সুইচ গিয়ার এবং ০৪ টি চাকু জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীগণ বেশ কিছুদিন যাবৎ রাজধানীর লালবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা রুজু করা হয়েছে।