২৪ বার্তা কক্ষঃ অনলাইনে চকদার বিজ্ঞাপন। নামে মাত্র মূল্যেই দামী সিরামিক ও তৈজস্বপত্রের মালামাল বিক্রি করছে এক দোকানী। দেখানো হচ্ছে উন্নত ডিজাইনের মালামাল আর সাধারন মানুষ বুঝতেছে দেশের নামীদামী ব্র্যান্ড শাইন পুকুরের পন্য। আসলে এসব নকল পন্য শাহিন পুকুর নামের একটি পেইজ খুলে ভুয়া অনলাইন পেইজে বিজ্ঞাপন দিয়ে স্বল্পমূল্যে বিক্রি করে মানুষের সাথে প্রতারনা করছে এবং লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। এই প্রতারক চক্রের ভিডিও লিংকটি
https://www.facebook.com/61573075710901/videos/1530634524246418/?app=fbl
শুধু সাধারন ক্রেতাকেই প্রতারনা ধোঁকা দিচ্ছে তা নয় বরং অন্য দোকানের নাম ঠিকানা ব্যবহার করছে তাদের দোকানের ভাবমূর্তিও নষ্ট করছে এই সব প্রতারক চক্র। সম্প্রতি ৮/১ রিংরোড শ্যামলী আদাবর মোহাম্মদপুর ঢাকা, এই ঠিকানা ব্যবহার করে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে এক কর্মকর্তা মনির হোসেন নামের এক ক্রেতার কাছ থেকে ১০ হাজার টাকা অগ্রিম নিয়ে আর কল রিসিভ করছেনা। তিনি উক্ত ঠিকানায় এসে জানতে পারে তিনি প্রতারিত হয়েছেন।
দোকানদার মোঃবাসেত বলেন, এই রকম অনেকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। ভূক্তভোগীর অনুরোধে, প্রতারকের পরিচয় জানিয়ে দিয়ে এবং তাকে পুলিশে ধরিয়ে দিতে সহযোগীতা করার জন্য আমরা মিডিয়ার কাছে অনুরোধ জানাচ্ছি। যেন ভবিষ্যতে কেউ প্রতারিত না হয়। প্রতারকের ভিডিও লিংক ও নামসহ ভূক্তভোগীরা আমাদের কাছে দিয়ে গেছেন। তাই অনলাইনে ভুয়া বিজ্ঞাপন দেখে প্রতারিত হতে না চাইলে, অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে সবাইকে সতর্ক হতে হবে।