২৪ বার্তা কক্ষঃ পেশাদার চাঁদাবাজ, ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত সাত জনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. সোমবার দুপুর ০২.০০ ঘটিকা হতে রাত ০৮:০০ ঘটিকা পর্যন্ত আদাবর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত সাত জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ সাইমন (২২), ২। মোঃ নয়ন (২৩), ৩। মোঃ ইব্রাহিম (২১), ৪। মোঃ হৃদয়(১৯), ৫। মোঃ নিরব (১৮), ৬। মোঃ মিজান ও ৭। সঞ্জিত বেশরা (২৬)।
রাজধানীর আদাবর থানাধীন বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত সাত জনকে গ্রেফতার করেছে ডিএমপির আদাবর থানা পুলিশ।
আদাবর থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী, চাঁদাবাজ ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।