২৪ বার্তা কক্ষঃ ডেবিল হান্টে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাকিবুল হাসান সানি (২৪) কে গ্রেফতার করেছে র্যাব ১ এর একটি দল। উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে রাজনৈতিক ছত্রছায়ায় বেআইনী জনতাবদ্ধতা সৃষ্টি করে হামলা চালানো এবং জুলাই বিপ্লব পরবর্তী সময়ে কতিপয় দুষ্কৃতিকারীরা দেশ ব্যাপি অগ্নি সন্ত্রাস, চাঁদাবাাজি, ছিনতাই, নৈরাজ্য সৃষ্টি করে। রাজধানীর উত্তরায় প্রাইভেট ইউনিভার্সিটির শান্তিপূর্ণ মিছিলে সানি এবং তার দল কয়েক দফায় হামলা চালায় এইসব অভিযোগে মামলার অন্যতম আসামী হিসেবে তাকে গ্রেফতার করেছে র্যাব।
এছাড়াও অভিযোগ করেছে, আন্দোলনের সময় ছাত্ররা স্পষ্টভাবে তার নেতৃত্বে হামলার শিকার হবার কথা উল্লেখ করে ছবি শেয়ার করে। এছাড়াও তারা সরকার পতনের আগ মুহূর্তে তালিকাভুক্ত কিশোর গ্যাঙদের নিয়ে আন্দোলন দমানোর জন্য প্রায় ২০-৩০ টি মোটরসাইকেল চালু করে বিভিন্ন স্পটে আতঙ্ক সৃষ্টি করে।
অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে র্যাব-১ এর একটি চৌকষ অভিযানিক দল ইং ২৫/০২/২০২৫ তারিখ আনুমানিক ০০:১৫ ঘটিকা ডিএমপি, ঢাকার ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে সাকিবুল হাসান সানি (২৪)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি দে লাড়া নামক কিশোর গ্যাঙয়ের গ্যাঙ লিডার। তিনি এ গ্রুপ জুলাই মাস থেকে চালু করেন। সেপ্টেম্বর মাসের পর হতে বিভিন্ন স্কুল-কলেজের কিশোরদের নিয়ে তিনি উত্তর এলাকায় ছিনতাই চাঁদাবাজি ইত্যাদি অপরাধ করেছেন বলে জানা যায়। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন রেস্টুরেন্ট এবং বার থেকে চাঁদাবাজি করেন বলে অভিযোগ এসেছে। এ সংক্রান্তে তার নামে মামলাও দায়ের করা হয়েছে।
র্যাব-১ কর্তৃক এরূপ অভিযান চলমান থাকবে। স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা র্যাব-১ এর টহল চলমান। ভবিষ্যতে কিশোর গ্যাং, ছিনতাই এবং অন্যান্য সামাজিক অপরাধ দমনের জন্য র্যাব-১ এর একটি স্থানীয় কমপ্লেইন সেল চালু করা হয়েছে। তাৎক্ষণিক সেবা প্রধানের জন্য জনস্বার্থে যোগাযোগটি সবার সাথে শেয়ার করা হলো।