ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ

জমি আত্মসাৎ: বিশেষ বিবেচনায় জামিন পেলেন শ্রমিক লীগ নেতা মতিউর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

২৪ বার্তা কক্ষঃ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগের মামলায় গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান মোল্লার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই আদেশের পরে আসামিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তবে আগামী ৩ মার্চ আসামির নিজের মেয়ের বিবাহ অনুষ্ঠিত হওয়ায় বিশেষ বিবেচনায় তাকে এই তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক দুই শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী সোহাগ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৬ জানুয়ারি আসামি মতিউর রহমান ও তার স্ত্রী রেনুয়ারা বেগম বাদীর জমি ফেরত দেওয়ার শর্তে জামিন পান৷ তবে আসামিরা বাদীর জমি ফেরত দেননি। এ কারণে আজকে আসামি মতিউর রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মহিলা বিবেচনায় তার স্ত্রীর আগামী ধার্য পর্যন্ত জামিন বহাল রাখেন।

তিনি আরও বলেন, আসামি মতিউর রহমান মোল্লার মেয়ের বিবাহ আগামী ৩ মার্চ অনুষ্ঠান হওয়ায় আদালত বিশেষ বিবেচনায় এই তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর পীর ইয়েমেনী মার্কেটে বসে শ্রী সরবা চন্দ্র বর্মনের সঙ্গে একটি এওয়াজ পরিবর্তন দলিলের মৌখিক চুক্তি হয়। এওয়াজকৃত জমি সরবা চন্দ্র বর্মনের কাছে বুঝিয়ে না দিয়ে আসামিরা তাদের ১৭ দশমিক ৫ শতাংশ জমি দলিল করে নেন। আসামিরা প্রতারণা করে সরবা চন্দ্র বর্মনের জমি অন্যের কাছে বিক্রি করেন। মামলার বাদী বারবার আসামিদের কাছে তার পাওনা জমি বুঝিয়ে দেওয়ার জন্য তাগিদ দিলেও তা এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। সর্বশেষ গত বছরের ২৬ এপ্রিল আসামিরা বাদীর বাসায় মীমাংসার জন্য বসেন। সেখানে আসামি মতিউর রহমান বাদীকে জানিয়ে দেন, এই জমি কখনও ফেরত দেওয়া হবে না।

এ বিষয়ে বাদী প্রতিবাদ করলে আসামিরা বাদীকে বলেন, তার মেয়ে এসপি (পুলিশ সুপার) বাদীকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবে। এছাড়াও বিভিন্ন হুমকি দেওয়া হয়।

ওই ঘটনায় গত বছরের ২ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সরবা চন্দ্র বর্মন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি মামলাটি তদন্ত করে অভিযুক্তপত্র দাখিল করে পিবিআই।

আদালত এ প্রতিবেদন আমলে নিয়ে গত ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

জমি আত্মসাৎ: বিশেষ বিবেচনায় জামিন পেলেন শ্রমিক লীগ নেতা মতিউর

আপডেট সময় : ১২:৫১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫

২৪ বার্তা কক্ষঃ জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে অন্যের জমি আত্মসাৎ করার অভিযোগের মামলায় গাজীপুর জেলা শ্রমিক লীগের সভাপতি মতিউর রহমান মোল্লার জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এই আদেশের পরে আসামিকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়া হয়। তবে আগামী ৩ মার্চ আসামির নিজের মেয়ের বিবাহ অনুষ্ঠিত হওয়ায় বিশেষ বিবেচনায় তাকে এই তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) পৃথক দুই শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এই আদেশ দেন।

বাদী পক্ষের আইনজীবী সোহাগ ফকির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৬ জানুয়ারি আসামি মতিউর রহমান ও তার স্ত্রী রেনুয়ারা বেগম বাদীর জমি ফেরত দেওয়ার শর্তে জামিন পান৷ তবে আসামিরা বাদীর জমি ফেরত দেননি। এ কারণে আজকে আসামি মতিউর রহমানের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মহিলা বিবেচনায় তার স্ত্রীর আগামী ধার্য পর্যন্ত জামিন বহাল রাখেন।

তিনি আরও বলেন, আসামি মতিউর রহমান মোল্লার মেয়ের বিবাহ আগামী ৩ মার্চ অনুষ্ঠান হওয়ায় আদালত বিশেষ বিবেচনায় এই তারিখ পর্যন্ত জামিন বর্ধিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯৭ সালের ১ ফেব্রুয়ারি রাজধানীর পীর ইয়েমেনী মার্কেটে বসে শ্রী সরবা চন্দ্র বর্মনের সঙ্গে একটি এওয়াজ পরিবর্তন দলিলের মৌখিক চুক্তি হয়। এওয়াজকৃত জমি সরবা চন্দ্র বর্মনের কাছে বুঝিয়ে না দিয়ে আসামিরা তাদের ১৭ দশমিক ৫ শতাংশ জমি দলিল করে নেন। আসামিরা প্রতারণা করে সরবা চন্দ্র বর্মনের জমি অন্যের কাছে বিক্রি করেন। মামলার বাদী বারবার আসামিদের কাছে তার পাওনা জমি বুঝিয়ে দেওয়ার জন্য তাগিদ দিলেও তা এখনও বুঝিয়ে দেওয়া হয়নি। সর্বশেষ গত বছরের ২৬ এপ্রিল আসামিরা বাদীর বাসায় মীমাংসার জন্য বসেন। সেখানে আসামি মতিউর রহমান বাদীকে জানিয়ে দেন, এই জমি কখনও ফেরত দেওয়া হবে না।

এ বিষয়ে বাদী প্রতিবাদ করলে আসামিরা বাদীকে বলেন, তার মেয়ে এসপি (পুলিশ সুপার) বাদীকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলবে। এছাড়াও বিভিন্ন হুমকি দেওয়া হয়।

ওই ঘটনায় গত বছরের ২ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন সরবা চন্দ্র বর্মন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন। সম্প্রতি মামলাটি তদন্ত করে অভিযুক্তপত্র দাখিল করে পিবিআই।

আদালত এ প্রতিবেদন আমলে নিয়ে গত ১৬ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।