ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে যুব মহিলালীগ নেত্রী লুনা হোসেন এবং তার স্বামীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগে মানববন্ধন ট্রাম্পের ‘শুল্ক বোমা’র আগে চীনের রপ্তানি ১২.৪% বৃদ্ধি ভারত থেকে ইউনুসকে সতর্ক বার্তা শেখ হাসিনার বেকার সাংবাদিক রাশেদুলের নিগ্রহের শিকার গৌতম আবারও ৮ লক্ষ টাকার ভারতীয় শাড়ী ও থ্রিপিচ জব্দ করেছে বংশাল থানা প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ১৮ রানে চেন্নাই কে হারালো পাঞ্জাব এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছেন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। মাগুরার আছিয়া ধর্ষণ: ডিএনএ রিপোর্টে হিটু শেখের জড়িত থাকার প্রমাণ

রাজধানীর মতিঝিলে স্বর্ণ ও মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

  • ডিএমপি মিডিয়া
  • আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ডিএমপি মিডিয়া প্রেস বিজ্ঞপ্তিঃ রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) খ্রি. রাত ৩:০০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-১। তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), ২। রাজীব হোসেন রানা (৪২) ও ৩। ইব্রাহীম (৩৫)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল এজিবি কলোনীর বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগিনা তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ খ্রি. মতিঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৯ ফ্রেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে।

তাওহীদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নেই। আলামিন তালুকদার বিষয়টি আঁচ করতে পেরে তার ভাগিনা তাওহীদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে আজ ২১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় একটি চুরির মামলা রুজু করেন।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পরপর এজিবি কলোনীর বাসা থেকে তাওহীদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালঙ্কার চুরি করে সেগুলো বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ধানমন্ডিতে প্রাইভেটকার থেকে চাঁদা আদায়: অভিযুক্ত আশরাফুল তিন দিনের রিমান্ডে

রাজধানীর মতিঝিলে স্বর্ণ ও মোটরসাইকেল চুরি হওয়ার ঘটনায় তিনজন গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫

ডিএমপি মিডিয়া প্রেস বিজ্ঞপ্তিঃ রাজধানীর মতিঝিল থানা এলাকার একটি বাসা থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি স্বর্ণ ও একটি মোটরসাইকেলসহ চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে মতিঝিল থানা পুলিশ।

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) খ্রি. রাত ৩:০০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-১। তাওহীদ তালুকদার ওরফে মেহরাব (১৮), ২। রাজীব হোসেন রানা (৪২) ও ৩। ইব্রাহীম (৩৫)।

মতিঝিল থানা সূত্রে জানা যায়, মতিঝিল এজিবি কলোনীর বাসিন্দা জনৈক আলামিন তালুকদার তার বাসায় বসবাসরত ভাগিনা তাওহীদ তালুকদার ওরফে মেহরাবকে কোথাও খুঁজে না পেয়ে গত ১৮ ফ্রেব্রুয়ারি ২০২৫ খ্রি. মতিঝিল থানায় একটি নিখোঁজ জিডি করেন। উক্ত জিডির প্রেক্ষিতে মতিঝিল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১৯ ফ্রেব্রুয়ারি কক্সবাজার থেকে একটি ১৫০ সিসির নতুন সুজুকি জিক্সার মোটরসাইকেলসহ তাওহীদ তালুকদারকে উদ্ধার করে।

তাওহীদের নিকট নতুন মোটরসাইকেল দেখে টাকার উৎসের বিষয়ে সন্দেহ হলে আলামিন তালুকদার তার ঘরের আলমারি তল্লাশি করে দেখেন আলমারিতে রক্ষিত মোট ৩২ ভরি বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার ও নগদ এক লক্ষ ষাট হাজার টাকা নেই। আলামিন তালুকদার বিষয়টি আঁচ করতে পেরে তার ভাগিনা তাওহীদসহ অজ্ঞাতনামা আরো কয়েকজনের বিরুদ্ধে আজ ২১ ফেব্রুয়ারি মতিঝিল থানায় একটি চুরির মামলা রুজু করেন।

থানা পুলিশ সূত্রে আরো জানা যায়, মামলা রুজুর পরপর এজিবি কলোনীর বাসা থেকে তাওহীদকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাওহীদকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি ২০২৫) বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রাজীব হোসেন রানা ও ইব্রাহীমকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে চুরি হওয়া ১২.১৩ ভরি গলিত স্বর্ণ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ স্বর্ণালঙ্কার চুরি করে সেগুলো বিক্রয় করে মোটরসাইকেল ক্রয়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।