চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতি হওয়া ১২ গরু উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ঘটনায় জড়িত সন্দেহে মো. তানজিদ হোসেন তামিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ মে) উপজেলার ভাটিয়ারী এলাকায় এ অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার তানজিদ হোসেন উপজেলার ভাটিয়ারী এলাকার মো. আবু তাহের ছেলে।
পুলিশ জানায়, নোয়াখালীর হাতিয়া বাজার থেকে ১২টি গরু কিনে ট্রাকে করে হাটহাজারী যাচ্ছিলেন ব্যবসায়ী আব্দুল্লাহ আল মাহফুজ। গত ২৫ মে ভোর সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার শীতলপুর এলাকায় এস এল স্টিল ফ্যাক্টরির সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একদল ডাকাত আরেকটি ট্রাক দিয়ে তাদের ট্রাকের গতিরোধ করে।
পরে দেশীয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে গরু ভর্তি ট্রাক, নগদ ৭৪ হাজার টাকা, ছয়টি মোবাইল ফোন, গরু কেনার রসিদ ও গাড়ির কাগজপত্র লুট করে ডাকাতেরা। এসময় হামলায় আহত হন গরু ব্যবসায়ীরা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, সীতাকুণ্ড থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ১২টি গরু উদ্ধার করা হয়। একই সঙ্গে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মামলা হয়েছে। জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।