নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সমন্বিত অভিযানে কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। উক্ত অভিযানে ৫টি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও ১টি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।
আজ ভোরে কুষ্টিয়া জেলার একটি গোপন আস্তানা থেকে দুই শীর্ষ সন্ত্রাসীদের আটক করা হয় এবং পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে আরও দুই সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে আটক করা হয়।
সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, সেভেন স্টার সন্ত্রাসী দলের প্রধান হিসেবে পরিচিত। সুব্রত বাইনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে, যার মধ্যে ১২টি হত্যা, ৮টি চাঁদাবাজি, ৬টি অস্ত্র ও বিস্ফোরক এবং ৬টি অপহরণ ও সন্ত্রাসবিরোধী আইনে। অন্যদিকে মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদের বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে, যার মধ্যে ৭টি হত্যা ও ৫টি চাঁদাবাজি মামলা অন্তর্ভুক্ত।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনী সমন্বিতভাবে অংশগ্রহণ করে। অভিযানটি সফলভাবে সম্পন্ন হয় এবং কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা নাশকতা ছাড়াই অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হয়।
উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।