নিজস্ব প্রতিবেদকঃ নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘ভোক্তা স্বার্থ রক্ষায় বিদ্যমান চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান।
সেমিনারে বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর গুরুত্ব তুলে ধরেন এবং আইনের হালনাগাদ, জনসচেতনতা বৃদ্ধি ও তরুণ সমাজের সম্পৃক্ততার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। অধিদপ্তরের কর্মকর্তারা ভোক্তা অধিকার রক্ষায় চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান।
উপাচার্য প্রফেসর হান্নান চৌধুরী বলেন, “ভোক্তার অধিকার মূলত মানবাধিকার। আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার মাধ্যমে সচেতন সমাজ গড়ে তুললেই তা নিশ্চিত করা সম্ভব।”
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) আব্দুল জলিল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য প্রফেসর আব্দুর রব খান, ড. খন্দকার মোঃ নাহিন মামুন ও মোঃ লোকমান হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সেমিনারটি অংশগ্রহণমূলক ও তথ্যবহুল আলোচনার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়।