নিজস্ব প্রতিবেদকঃ দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী রামনাবাদের উপর সেতু নির্মাণের দাবিতে পটুয়াখালীর গলাচিপায় ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টায় গলাচিপা ফেরিঘাট সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে হাজারো স্থানীয় নাগরিক, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন এবং শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, গলাচিপা হরিদেবপুর রামনাবাদ নদীর উপর সেতু নির্মাণ বহুদিনের দাবি। এটি একনেক সভায় পূর্ববর্তী সরকারের সময়ে অনুমোদিত হয়েছিল এবং যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়ের অধীনে টেন্ডার প্রক্রিয়া, স্থান নির্ধারণসহ প্রয়োজনীয় কারিগরি প্রতিবেদন ও সার্ভেও সম্পন্ন হয়েছে। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রকল্পটির বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে, যা জনসাধারণের ভোগান্তি বাড়িয়ে তুলেছে।
বক্তারা আরও বলেন, এই সেতু নির্মিত হলে গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালীসহ দক্ষিণাঞ্চলের প্রায় ১৫ লাখ মানুষের জীবনযাত্রায় বিপুল পরিবর্তন আসবে। সড়ক যোগাযোগ উন্নত হবে, কৃষিপণ্য পরিবহন সহজ হবে, শিক্ষাসহ স্বাস্থ্যসেবা খাতে গতি আসবে এবং পুরো অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত হবে।
ভূক্তভোগীরা এলাকাবাসীরা স্বতস্ফুর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন। এই সময় তারা বলেন, গলাচিপা নদীর উপর একটি স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে ফেরিঘাট ও খেয়া নৌকার ওপর নির্ভর করতে হচ্ছে। এতে সময়, অর্থ ও শ্রমের অপচয় হচ্ছে, বিশেষ করে রোগী ও শিক্ষার্থীদের জন্য এটি বড় একটি ভোগান্তির কারণ। অবিলম্বে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। স্থানীয় জনগণের আশা, নতুন সরকার জনগণের এই দাবি গুরুত্ব দিয়ে দ্রুত সেতু নির্মাণ কাজ শুরু করবে।
সমাবেশে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ বরিশাল বিভাগের সংগঠক অধ্যাপক মোঃ শাহ আলম মিয়া, উপজেলা জামায়াতের আমির মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম খান, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর সোবহান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পৌর শাখার সভাপতি মোঃ নাজমুল হুদা রিপন, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মোঃ আমির হোসেন, ছাত্র পরিষদের সভাপতি মোঃ আরিফ বিল্লাহ প্রমূখ।
মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়, যা গলাচিপা বাজার প্রদক্ষিণ করে শেষ হয়।