জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত ‘জংলি’ সিনেমা এবারের ঈদে মুক্তি পেয়েছে। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের মাঝে বেশ ইতিবাচক সাড়া পেয়েছে। এবার ছোট পর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন ‘জংলি’ সিনেমা দেখার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অভিমত ব্যক্ত করেছেন।
পোস্ট দিয়ে ফারিয়া শাহরিন লিখেছেন, ‘সিয়াম আহমেদ এখন থেকে আমাকে আপনার একজন ভক্ত হিসেবে গণ্য করতে পারেন। এইমাত্র ‘জংলি’ সিনেমাটা দেখা শেষ করলাম। বিশ্বাস করুন, এটা নিঃসন্দেহে আপনার সেরা অভিনয়।’
তার কথায়, ‘আপনি এই সিনেমাটির জন্য সত্যিই অনেক কঠোর পরিশ্রম করেছেন। আপনি স্বমহিমায় ফিরে এসেছেন প্রিয়, আপনাকে অভিনন্দন। আর ছোট্ট মেয়েটা সে তো আমার হৃদয় কেড়ে নিয়েছে, তার অভিনয় ছিল অসাধারণ সে খুবই আদুরে।’
এরপর বলেন, ‘ঈদের প্রথম দেখা সিনেমা যা দেখার মত ছিল, এত কান্না করেছি মেকআপ নষ্ট হয়ে গেছে।’ পোস্টের সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
প্রসঙ্গত, সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি পরিচালনা করেছেন এম রাহিম। আজাদ খানের গল্পে চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন মেহেদী হাসান ও সুকৃতি সাহা।