ঘরের মাটিতে অনুষ্ঠিত সবশেষ জিম্বাবুয়ে সিরিজে খেলতে পারেননি তাসকিন আহমেদ। যেখানে বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে। তাসকিন ওই সিরিজের আগেই মাঠের বাইরে চলে যান গোড়ালির চোটের জন্য। যে কারণে এই টাইগার পেসার ইংল্যান্ডে চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। সবমিলিয়ে তিন জন ক্রীড়া ফিজিশিয়ানকে দেখিয়েছেন তাসকিন।
আঙুলের চোটে ভুগছেন লিটন দাসও। নিয়মিত চালিয়ে যাচ্ছেন রিহ্যাব। হাঁটুর চোটে রয়েছেন আলিস আল ইসলামও। ক্রিকেটারদের এমন ইনজুরি, চোট কিংবা ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কাজ সব এক জায়গায় জমা করতে নতুন উদ্যেগ নিয়েছে বিসিবি। যার নাম অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম।
নতুন এই কাজের জন্য দায়িত্ব পালন করছেন নাসির আহমেদ নাসু। জানালেন একটি অ্যাপ থাকবে যার মাধ্যমে ক্রিকেটারদের ইনজুরি এবং ফিটনেস আপডেটের সবকিছু পাওয়া যাবে। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এর কাজ শেষ হয়ে যাবে। এমনটি জানালেন নাসু।
তিনি বলছিলেন, ‘এখানে সমস্ত ডাটা থাকবে। ফিজিও, ডক্টরদের রিপোর্ট থাকবে ক্রিকেটারদের কী হচ্ছে সবকিছু। কতদিন ধরে ক্রিকেটাররা চোটে, সবকিছুই ডাটা থাকবে এখানে। একটা ক্রিকেটারের কোন অংশে ইনজুরি, এরপর তার ওয়ার্ক ম্যানেজমেন্ট সবকিছুই থাকবে এখানে। এটা তৈরি হচ্ছে আরো দুই থেকে তিন মাস লাগতে পারে।’
নাসির আহমেদ নাসু বলেন, ‘এটাকে বলা হয়ে থাকে অ্যাথলেট ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মূলত আসলে ক্রিকেটের অ্যাথলেট বা তাদের সবকিছু ডেটা আকারে এখানে থাকবে। এটা দেখভাল আমি করছি।’