জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় ফিরেছে নাজমুল হোসেন শান্তরা। একই দিনে ঢাকা থেকে সিলেটে গেলেন নুরুল হাসান সোহান-নাঈম শেখরা। তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আজ বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড ‘এ’ দল। তার আগেই ম্যাচের ভেন্যু সিলেটে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল।
দলের সঙ্গে প্রথম ধাপে সিলেটে গিয়েছেন নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বিসহ বেশ কয়েকজন ক্রিকেটার। বাকি ক্রিকেটাররাও শিগগিরই যোগ দেবেন বলে জানা গেছে।
এর আগে গেল (শনিবার) প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। কাগজে-কলমে ‘এ’ দলের সিরিজ হলেও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে বাংলাদেশ।
আগামী ৫ মে সিলেটে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ৭ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের ‘এ’ দল। ১০ মে শেষ ওয়ানডে সিলেটের আউটার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে দুটি চারদিনের ম্যাচ। ১৪ মে সিলেটে শুরু হবে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ। সিরিজের শেষ টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে ২১ মে, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে।
বাংলাদেশ ‘এ’ দল : পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহিদুল ইসলাম, ইয়াসির আলি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, নাইম হাসান, নাসুম আহমেদ, তানভীর ইসলাম, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।